ক্রিকেট অল-স্টার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিকেট অল-স্টার্স
দেশ যুক্তরাষ্ট্র
ব্যবস্থাপকভারত শচীন তেন্ডুলকর
অস্ট্রেলিয়া শেন ওয়ার্ন
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্ট২০১৫
প্রতিযোগিতার ধরনটি২০ সিরিজ
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নওয়ার্ন'স ওয়ারিয়র্স
সর্বাধিক রানশ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা (১৫৩)
সর্বাধিক উইকেটঅস্ট্রেলিয়া অ্যান্ড্রু সাইমন্ডস (৮)
টিভিসম্প্রচারকের তালিকা

ক্রিকেট অল-স্টার্স বা ক্রিকেট অল-স্টার্স সিরিজ হল একটি প্রদর্শনী টি২০ ক্রিকেট সিরিজ যাতে বিশ্বের সেরা সেরা অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি অনুষ্ঠিত হয়েছিল।[১] ভারতের শচীন তেন্ডুলকর ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ছিলেন আইকন খেলোয়াড়।[২]

দল[সম্পাদনা]

শচীন'স ব্লাস্টার্স ওয়ার্ন'স ওয়ারিয়র্স
অধিনায়ক শচীন তেন্ডুলকর শেন ওয়ার্ন
রং নীল বেগুনি

ট্রফি[সম্পাদনা]

৫ নভেম্বর ২০১৫-এ, শচীন তেন্ডুলকর ও শেন ওয়ার্ন একত্রে টাইমস স্কয়ারে নিজেদের দল ঘোষণা করেন ও ট্রফি উদ্বোধন করেন।[৩]

সিরিজের তালিকা[সম্পাদনা]

২০১৭ সালে পুনরায় সূচি বদ্ধ করা হলেও পরে বাতিল ঘোষিত হয়।[৪][৫]

বছর স্বাগতিক ফলাফল মূল্যবান খেলোয়াড় দর্শকসংখ্যা
২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ওয়ারিয়র্স ৩–০ তে জয়ী কুমার সাঙ্গাকারা
(ওয়ারিয়র্স)
৮৬,৩৫১

পুরস্কার[সম্পাদনা]

বছর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট প্রাপক
২০১৫ কুমার সাঙ্গাকারা
(ওয়ারিয়র্স)
কুমার সাঙ্গাকারা (১৫৩)
(ওয়ারিয়র্স)
অ্যান্ড্রু সাইমন্ডস (৮)
(ওয়ারিয়র্স)

২০১৫ মরসুম[সম্পাদনা]

দলীয় সদস্য[সম্পাদনা]

শচীন'স ব্লাস্টার্স[৬] ওয়ার্ন'স ওয়ারিয়র্স[৭]
ভারত শচীন তেন্ডুলকর (অধিঃ) অস্ট্রেলিয়া শেন ওয়ার্ন (অধিঃ)
ভারত বীরেন্দ্র সেহবাগ অস্ট্রেলিয়া ম্যাথু হেডেন
ভারত ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়া অ্যান্ড্রু সাইমন্ডস
ইংল্যান্ড গ্রেম সোয়ান ইংল্যান্ড মাইকেল ভন
ভারত সৌরভ গাঙ্গুলি অস্ট্রেলিয়া রিকি পন্টিং
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ব্রায়ান লারা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কোর্টনি ওয়ালশ
শ্রীলঙ্কা মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা (উইঃ)
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কার্টলি অ্যামব্রোস ভারত অজিত আগরকর
পাকিস্তান মঈন খান (উইঃ) পাকিস্তান ওয়াসিম আক্রম
পাকিস্তান শোয়েব আখতার পাকিস্তান সাকলাইন মুশতাক
দক্ষিণ আফ্রিকা শন পোলক দক্ষিণ আফ্রিকা অ্যালান ডোনাল্ড
দক্ষিণ আফ্রিকা ল্যান্স ক্লুজনার দক্ষিণ আফ্রিকা জ্যাক কালিস
অস্ট্রেলিয়া গ্লেন ম্যাকগ্রা নিউজিল্যান্ড শেন বন্ড
শ্রীলঙ্কা মুত্তিয়া মুরালিধরন দক্ষিণ আফ্রিকা জন্টি রোডস
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কার্ল হুপার নিউজিল্যান্ড ড্যানিয়েল ভেট্টোরি

মাঠ[সম্পাদনা]

২০১৫ সালে চিকাগোর রিংলে ফিল্ড ও নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামকে আয়োজনকারী মাঠ হিসেবে ঘোষণা করা হয়েছিল।[৮] পরে তা সরে নিম্নলিখিত তিনটি মাঠে উঠে আসে।[৯]

যুক্তরাষ্ট্রের তিনটি বেসবল মাঠে ম্যাচগুলি আয়োজন করা হয়েছিল:

নিউ ইয়র্ক হাউস্টন লস এঞ্জেলেস
সিটি ফিল্ড মিনিট মেইড পার্ক ডজার স্টেডিয়াম
স্থানাঙ্ক: ৪০°৪৫′২৫″ উত্তর ৭৩°৫০′৪৫″ পশ্চিম / ৪০.৭৫৬৯৪° উত্তর ৭৩.৮৪৫৮৩° পশ্চিম / 40.75694; -73.84583 স্থানাঙ্ক: ২৯°৪৫′২৫″ উত্তর ৯৫°২১′২০″ পশ্চিম / ২৯.৭৫৬৯৪° উত্তর ৯৫.৩৫৫৫৬° পশ্চিম / 29.75694; -95.35556 স্থানাঙ্ক: ৩৪°৪′২৫″ উত্তর ১১৮°১৪′২৪″ পশ্চিম / ৩৪.০৭৩৬১° উত্তর ১১৮.২৪০০০° পশ্চিম / 34.07361; -118.24000
ধারণক্ষমতা: ৪১,৯২২ ধারণক্ষমতা: ৪১,৫৭৪ ধারণক্ষমতা: ৫৬,০০০

ম্যাচসমূহ[সম্পাদনা]

৭ নভেম্বর ২০১৫
স্কোরকার্ড
শচীন'স ব্লাস্টার্স
১৪০/৮ (২০ ওভার)
ওয়ার্ন'স ওয়ারিয়র্স
১৪১/৪ (১৭.২ ওভার)
রিকি পন্টিং ৪৮* (৩৮)
শোয়েব আখতার ২/২৬ (৪ ওভার)
ওয়ার্ন'স ওয়ারিয়র্স ৬ উইকেটে জয়ী
সিটি ফিল্ড, নিউ ইয়র্ক
আম্পায়ার: মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেন ওয়ার্ন (ওয়ার্ন'স ওয়ারিয়র্স)
  • ওয়ার্ন'স ওয়ারিয়র্স টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দর্শক সংখ্যা: ৩৬,৮৪৩

১১ নভেম্বর ২০১৫ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়ার্ন'স ওয়ারিয়র্স
২৬২/৫ (২০ ওভার)
শচীন'স ব্লাস্টার্স
২০৫/৮ (২০ ওভার)
ওয়ার্ন'স ওয়ারিয়র্স ৫৭ রানে জয়ী
মিনিট মেইড পার্ক, হাউস্টন
আম্পায়ার: মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুমার সাঙ্গাকারা (ওয়ার্ন'স ওয়ারিয়র্স)
  • শচীন'স ব্লাস্টার্স টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দর্শক সংখ্যা: ২৭,৬৫৫

১৪ নভেম্বর ২০১৫ (দিন/রাত)
স্কোরকার্ড
শচীন'স ব্লাস্টার্স
২১৯/৫ (২০ ওভার)
ওয়ার্ন'স ওয়ারিয়র্স
২২৪/৬ (১৯.৫ ওভার)
জ্যাক কালিস ৪৭ (২৩)
গ্রেম সোয়ান ২/২১ (৪ ওভার)
ওয়ার্ন'স ওয়ারিয়র্স ৪ উইকেটে জয়ী
ডজার স্টেডিয়াম, লস এঞ্জেলেস
আম্পায়ার: সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া) and স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্যাক কালিস (ওয়ার্ন'স ওয়ারিয়র্স)
  • শচীন'স ব্লাস্টার্স টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দর্শক সংখ্যা: ২১,৮৫৩ [১০]

সম্প্রচার[সম্পাদনা]

দেশ/অঞ্চল টিভি সম্প্রচারক
 অস্ট্রেলিয়া নাইন নেটওয়ার্ক
 ভারত স্টার স্পোর্টস ২
মধ্যপ্রাচ্য ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি
 পাকিস্তান টেন স্পোর্টস
 দক্ষিণ আফ্রিকা সুপারস্পোর্ট
 যুক্তরাজ্য স্কাই স্পোর্টস ৩
 নিউজিল্যান্ড স্কাই স্পোর্টস ৪
 যুক্তরাষ্ট্র ইএসপিএন৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Icons of Cricket Play on American Soil for First Time" 
  2. "USA All-Stars tour gaining momentum"। cricket.com.au। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫ 
  3. Tendulkar to play alongside Lara in Cricket All-Stars - ESPN Cricinfo news
  4. "Warne confirms all-star cast for 2017"cricket.com.au। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  5. "Tendulkar-Warne's Cricket All Stars series confirmed"Deccan Chronicle। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬ 
  6. Squad – ESPN Cricinfo
  7. Squad - ESPN Cricinfo
  8. "Warne confirms booking baseball venues for all-star T20s"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫ 
  9. Della Penna, Peter। "Tendulkar-Warne exhibition T20s in November"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫ 
  10. "Warne helps Warriors to All Stars Win"। Cricket.com.au। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]