ক্যামিলা, কুইন কনসর্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল থেকে পুনর্নির্দেশিত)
ক্যামিলা
ডাচেস অব কর্নওয়াল; ডাচেস অব রোথেসে (more)
জন্ম (1947-07-17) ১৭ জুলাই ১৯৪৭ (বয়স ৭৬)
কিংস কলেজ হসপিটাল, লন্ডন, ইংল্যান্ড
দাম্পত্য সঙ্গীঅ্যান্ড্রু পার্কার বোলস
(বিয়ে - ১৯৭৩, বিচ্ছেদ - ১৯৯৫)
চার্লস, প্রিন্স অব ওয়েলস
(বিয়ে - ২০০৫)
বংশধরটম পার্কার বোলস
লরা লোপেজ
পূর্ণ নাম
ক্যামিলা রোজমেরি[fn ১]
রাজবংশহাউজ অব উইন্ডসর (বিবাহ দ্বারা)
পিতামেজর ব্রুস শ্যান্ড
মাতাসম্মানীয় রোজালিন্ড কিউবিট
ধর্মচার্চ অব ইংল্যান্ড

কুইন কনসর্ট ক্যামিলা, জিসিভিও, সিএসএম (ইংরেজি: Queen consort Camilla; জন্ম: ১৭ জুলাই ১৯৪৭)[১] ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র ও রাজসিংহাসনের প্রত্যাশী চার্লস, প্রিন্স অব ওয়েলসের দ্বিতীয় স্ত্রী। সাবেক পার্কার বোলসের বিবাহের পূর্বেকার নাম ছিল ক্যামিলা রোজমেরি

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ক্যামিলা’র প্র-মাতামহী অ্যালিস কেপেল ছিলেন চার্লসের পূর্ব-পুরুষ রাজা সপ্তম এডওয়ার্ডের মিস্ট্রেস।[২] চার্লসকে বিয়ে করে তিনি রাজকীয় ও ব্রিটেনের অভিজাত শ্রেণীর স্তরে পৌঁছেন।

বিয়ের পূর্বে ১৯৭০ সালে এক পোলো খেলায় চার্লসের সাথে তার সাক্ষাৎ ঘটে ও সম্পর্ক গড়ে উঠে।[৩] অনেকের ধারণা, চার্লস তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে ক্যামিলাকে ভবিষ্যৎ রাজার যোগ্য সহধর্মীনি হিসেবে বিবেচনা করা হয়নি।[৪] তারপরও তিনি প্রিন্স চার্লসের বন্ধুদের একজন হিসেবে ছিলেন। ১৯৭৩ সালে অ্যান্ড্রু পার্কার বোলস নামীয় এক সেনা কর্মকর্তা ও চার্লসের বন্ধুকে বিয়ে করেন ক্যামিলা। বিয়ের কয়েক বছর পর থেকেই চার্লসের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটতে থাকে। ১৯৯৫ সালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে।[৫] এ সংসারে তার টমলরা নাম্নী দুই সন্তান রয়েছে। বিবাহ-বিচ্ছেদের অল্প কিছুদিন পর পার্কার বোলসও তার মিস্ট্রেসকে বিয়ে করেন।

১৯৮০-এর দশকে লয়েড’স অব লন্ডনে বিনিয়োগকারী ছিলেন যা অর্থ হারানোর কেলেঙ্কারীতে পড়ায় তার জীবনধারা সম্পর্কে ব্যাপকভাবে জানা যায়। ক্যামিলা ঘোড়দৌঁড়ে পারদর্শী ও গ্রামে শিয়াল শিকারে বেরুতেন যা ২০০৫ সাল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

চার্লসের সাথে বিয়ে[সম্পাদনা]

১৯৮১ সালে চার্লস প্রিন্সেস অব ওয়েলস ডায়ানাকে বিয়ে করেন। ১৯৯২ সালে চার্লস-ডায়ানার মধ্যকার বৈবাহিক সম্পর্কে চির ধরতে শুরু করে, যার জন্য প্রচ্ছন্নভাবে ক্যামিলা’র প্রভাব পড়েছিল। চার্লস ও ডায়ানা’র বিবাহ-বিচ্ছেদ ঘটে ১৯৯৬ সালে। কিন্তু সাধারণ জনগণের মধ্যে চার্লস-ক্যামিলা’র সম্পর্ক গ্রহণযোগ্যতা পায়নি। ডায়ানা’র মৃত্যুর পর উভয়ে দম্পতি হিসেবে স্বীকৃতি পান।

১০ ফেব্রুয়ারি, ২০০৫ তারিখে রাণী দ্বিতীয় এলিজাবেথ জনসমক্ষে তাদের বাগদানের কথা ঘোষণা করেন ও ৮ এপ্রিল, ২০০৫ তারিখে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু, পোপ দ্বিতীয় জন পলের শবযাত্রা অনুষ্ঠানের কারণে ৪ এপ্রিল, ২০০৫ তারিখে তা পুণঃনির্ধারণ করা হয় ৯ এপ্রিলে।[৬][৭]

৯ এপ্রিল, ২০০৫ তারিখে প্রিন্স চার্লস ও ক্যামেলিয়া পরস্পর বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকেই তিনি নতুন পদবী পান হার রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব কর্নওয়াল। বাগদানপর্বে বলা হয় যে, ক্যামিলা দ্য প্রিন্সেস অব ওয়েলস নামে পরিচিত হতে পারবেন না। এর প্রধান কারণ ছিল, প্রিন্স চার্লসের অসম্ভব জনপ্রিয় প্রথম স্ত্রী ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসের সাথে বিবাহ-বিচ্ছেদ হওয়া স্বত্ত্বেও ডায়ানা ১৯৮১ থেকে ১৯৯৭ সালে মৃত্যুর পূর্ব-পর্যন্ত এ পদবীধারী ছিলেন।[৮]

বাকিংহ্যাম প্রাসাদের কাছাকাছি সেন্ট জেমসে’স প্যালেসের ক্ল্যারেন্স হাউসে বসবাস করছেন চার্লস-ক্যামিলা দম্পতি। সেখানে প্রিন্স চার্লসের সন্তান প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ এবং প্রিন্স হ্যারিও বসবাস করেন।

পাদটীকা[সম্পাদনা]

  1. On the unusual occasions when a surname is used, it is Mountbatten-Windsor. Her first married name was Camilla Parker Bowles. Her full maiden name is Camilla Rosemary Shand.

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Camilla Parker Bowles Biography"। Biography.com। ১৭ জুলাই ১৯৪৭। ১০ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১০ 
  2. Profile: Camilla Duchess of Cornwall, Indepth: The Royal Family
  3. Jackson, Ben (11 March 2009). "Camilla's clinch for Charles' first love". The Sun. Retrieved 6 August 2012.[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Edwards, Anne (2001). Ever After: Diana and the Life She Led. St. Martin's Paperbacks. pp. 85-86. আইএসবিএন ৯৭৮-০-৩১২-৯৭৮৭৩-০.
  5. ["http://www.cbsnews.com/elements/2005/03/18/in_depth_world/timeline681722.shtml ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ নভেম্বর ২০১৩ তারিখে "A Royal Romance Interactive Timeline". CBS News. 18 March 2005. Retrieved 5 March 2012.]
  6. Dear, Paula (5 April 2005). "Fans 'panic buy' 8 April mementos". BBC News. Retrieved 27 June 2010.
  7. "Prince Charles Postpones Wedding to Attend Funeral". New York Times. 4 April 2005. Retrieved 16 June 2013.
  8. The Duchess of Cornwall

বহিঃসংযোগ[সম্পাদনা]

Orders of precedence in the United Kingdom
পূর্বসূরী
রাণী
ভদ্রমহিলাগণ
এইচআরএইচ দ্য ডাচেস অব কর্নওয়াল
উত্তরসূরী
দ্য কাউন্টেস অব ওসেক্স
অ্যাকাডেমিক অফিস
পূর্বসূরী
ব্যারন উইলসন অব টিলিওর্ন
আবেরদিন বিশ্ববিদ্যালয়ের আচার্য
২০১৩-বর্তমান
নির্ধারিত হয়নি