ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি
অবয়ব
![]() মূল নতুন জাদুঘরের স্থানে ক্যাভেন্ডিশ ফলক | |
স্থাপিত | ১৮৭৪ |
---|---|
অধিভুক্তি | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
বিভাগ প্রধান | এন্ডি পার্কার |
অবস্থান | , যুক্তরাজ্য |
ক্যাভেন্ডিশ পদার্থবিদ্যার অধ্যাপক | রিচার্ড ফ্রেন্ড |
ওয়েবসাইট | www |
![]() |
ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি (ইংরেজি: Cavendish Laboratory), ১৮৭৪ খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের অঙ্গ হিসাবে প্রতিষ্ঠা করা হয়। এটি কার্যত এই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ। বিশ্ববিদ্যালয়ের তদানিন্তন আচার্য উইলিয়াম ক্যাভেন্ডিশ-এর উদার আর্থিক সহায়তায় এবং প্রথম ক্যাভেন্ডিশ অধ্যাপক জেইমস ক্লার্ক ম্যাক্সওয়েলের উদ্যোগে এটির প্রতিষ্ঠা সম্ভব হয়। পদার্থ বিজ্ঞানের নানা শাখা-উপশাখায় উচ্চ পর্যায়ের গবেষণার জন্য এই গবেষণাগারকে ক্রমাগত উন্নত করা হয়।[১]
নোবেল বিজয়ী ক্যাভেন্ডিশ বিজ্ঞানী
[সম্পাদনা]এই ল্যাবরেটরিতে গবেষণা করেছেন এমন ২৯ জন পদার্থবিজ্ঞানী অদ্যাবধি নোবেল পুরস্কার লাভ করেছেন।[২]
- জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি (পদার্থবিজ্ঞান, ১৯০৪)
- জে জে টমসন (পদার্থবিজ্ঞান, ১৯০৬)
- আর্নেস্ট রাদারফোর্ড (রসায়ন, ১৯০৮)
- উইলিয়াম লরেন্স ব্র্যাগ (পদার্থবিজ্ঞান, ১৯১৫)
- চার্লস গ্লোভার বার্কলা (পদার্থবিজ্ঞান, ১৯১৭)
- ফ্রানসিস উইলিয়াম অ্যাস্টন (রসায়ন, ১৯২২)
- চার্লস থমসন রিস উইলসন (পদার্থবিজ্ঞান, ১৯২৭)
- আর্থার কম্পটন (পদার্থবিজ্ঞান, ১৯২৭)
- ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন (পদার্থবিজ্ঞান, ১৯২৮)
- জেমস চ্যাডউইক (পদার্থবিজ্ঞান, ১৯৩৫)
- জর্জ প্যাগেট থমসন (পদার্থবিজ্ঞান, ১৯৩৭)
- এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন (পদার্থবিজ্ঞান, ১৯৪৭)
- প্যাট্রিক ব্ল্যাকেট (পদার্থবিজ্ঞান, ১৯৪৮)
- জন কক্ক্রফট (পদার্থবিজ্ঞান, ১৯৫১)
- আর্নেস্ট ওয়াল্টন (পদার্থবিজ্ঞান, ১৯৫১)
- ফ্রান্সিস ক্রিক (চিকিৎসাবিজ্ঞান, ১৯৬২)
- জেমস ওয়াটসন (চিকিৎসাবিজ্ঞান, ১৯৬২)
- ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয (রসায়ন, ১৯৬২)
- জন কেন্ড্রেও (রসায়ন, ১৯৬২)
- ডরোথি মেরি হজকিন (রসায়ন, ১৯৬৪)
- ব্রায়ান ডেভিড জোসেফসন (পদার্থবিজ্ঞান, ১৯৭৩)
- মার্টিন রাইল (পদার্থবিজ্ঞান, ১৯৭৪)
- অ্যান্টনি হিউইশ (পদার্থবিজ্ঞান, ১৯৭৪)
- নেভিল ফ্রান্সিস মট (পদার্থবিজ্ঞান, ১৯৭৭)
- ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন (পদার্থবিজ্ঞান, ১৯৭৭)
- পিয়োতর কাপিৎসা (পদার্থবিজ্ঞান, ১৯৭৮)
- Allan Cormack (Physiology or Medicine, 1979)
- আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), (পদার্থবিজ্ঞান, ১৯৭৯)
- অ্যারন ক্লুগ (রসায়ন, ১৯৮২)
- নরম্যান ফস্টার র্যামজে (পদার্থবিজ্ঞান, ১৯৮৯)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তথ্যতীর্থ
- ↑ "নোবেল বিজয়ী ক্যাভেন্ডিশ বিজ্ঞানীদের তালিকা"। ৩০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |