বিষয়বস্তুতে চলুন

ক্যান্ডি বেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যান্ডি বেত
একটি ঐতিহ্যবাহী ক্যান্ডি বেত
অন্যান্য নামস্যান্টার বেত
পিপারমিন্টের কাঠি
ধরনমিষ্টান্ন
উৎপত্তিস্থলজার্মানি
প্রধান উপকরণচিনি, স্বাদ-মিশ্রণ (প্রায়ই পিপারমিন্ট)
খাদ্য শক্তি
(প্রতি পরিবেশনায়)
গায় কিলোক্যালরি

একটি কেইনক্যান্ডি হল বেত-আকৃতির লাঠি মিছরি বিশেষ,খ্রীষ্টজন্মোৎসবের পাশাপাশি সেন্ট নিকোলাস দিবসে এটা ঐতিহ্যগতভাবে সাদা ও লাল ফিতার সঙ্গে "মেন্থল" যোগে তৈরি করা হয়। এটা বিভিন্ন রং এবং স্বাদের হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটা মিষ্টি স্বাদেরই হয়ে থাকে। বিভিন্ন দেশে এর প্রচলন রয়েছে বেশ।

একটি ১৯০০-শতকের প্রথম দিকের ক্যান্ডি বেতের বড়দিনের কার্ড ছবি

লোককাহিনী অনুযায়ী, ১৬৭০ সালে জার্মান এক গায়কদলের প্রধান কোলন ক্যাথিড্রাল, তার ছেলেমেয়েদের গোলমাল প্রতিরোধের জন্য এটি তৈরি করেছিলেন

কেইন ক্যান্ডির নির্মাণ: কোলন ক্যাথিড্রাল

[সম্পাদনা]

সেন্ট নিকোলাস দিবসে ব্যবহার

[সম্পাদনা]

জনপ্রিয় সংস্কৃতিতে

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]