কোল জনগোষ্ঠী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কোল থেকে পুনর্নির্দেশিত)

কোল জনগোষ্ঠী হল ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের একটি উপজাতি, যারা প্রায় পাঁচ শতাব্দী আগে মধ্য ভারতের ছোট নাগপুর [১] থেকে স্থানান্তরিত হয়েছিল। বেশিরভাগই ভূমিহীন এবং জীবিকা নির্বাহের জন্য বনজ সম্পদের উপর নির্ভরশীল, তারা হিন্দু এবং ভারতের ইতিবাচক বৈষম্য ব্যবস্থার অধীনে একটি তফসিলি জাতি মনোনীত। এই উপজাতির বেশ কিছু বহির্বিবাহী গোষ্ঠী রয়েছে, যার মধ্যে রয়েছে ব্রাহ্মণ, বড়উইর, ভীল, চেরো, মোনাসি, রাউতিয়া, রোজাবরিয়া, রাজপুত এবং থালুরিয়া। এরা বাঘেলখান্দি উপভাষায় কথা বলে। [২] প্রায় ১ মিলিয়ন মধ্যপ্রদেশে বাস করে এবং আরও ৫ লাখ উত্তর প্রদেশে বাস করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Second Supplement, with Index, to the Cyclopaedia of India and of Eastern and Southern Asia। ১৮৬২। পৃষ্ঠা 537। 
  2. Pullaiah, T.; Krishnamurthy, K. V. (৮ সেপ্টেম্বর ২০১৭)। Ethnobotany of India, Volume 5: The Indo-Gangetic Region and Central Indiaআইএসবিএন 9781351741316