কোমোরোসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোমোরোসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম
কারণকোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

কোমোরোসে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম হলো দেশের চলমান করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯) মহামারীর গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২ (সার্স-কোভি-২) নামক ভাইরাসের প্রতিক্রিয়া হিসেবে এর বিরুদ্ধে একটি চলমান টিকাদান অভিযান।

কোমোরোস ২০২১ সালের ১০ এপ্রিলে তার টিকাদান কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে দেশটি চীনের দান করা সিনোফার্ম বিবিআইবিপি টিকার ১০০,০০০ ডোজ ব্যবহার করে।[১] ২০২১ সালের ৮ জুন পর্যন্ত, মোট ৮৪,৩৬০ টি ডোজ দেওয়া হয়। ৪৩,১৪০ জনকে এক ডোজ দেওয়া হয় এবং ৪১,২২০ জনকে সম্পূর্ণ ডোজ দেওয়া হয়।[২] ২০২১ সালের ২৬ জুন, কোমোরোস সিনোফার্ম বিবিআইপি টিকার ২০০,০০০ টি অতিরিক্ত ডোজ কিনে এবং এর পাঁচ দিন পরে চীন ১০০,০০০ টি ডোজ দান করে।

অগ্রগতি[সম্পাদনা]

কোমোরোসে টিকাদান ক্রমবর্ধমান[৩]  

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Covid-19 : 94% des personnes éligibles aux Comores sont vaccinées"Comores-infos (ফরাসি ভাষায়)। ২০২১-০৪-২৯। ২০২১-০৫-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৪ 
  2. "Vaccinations and COVID-19 funding for least developed countries"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫ 
  3. "owid/covid-19-data"GitHub (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৭