কোত পর্ব
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
| কোত পর্ব | |||||||
|---|---|---|---|---|---|---|---|
বসন্তপুর দরবারে অবস্থিত কোত অস্ত্রাগার যেখানে কোত পর্ব ঘটে | |||||||
| |||||||
| বিবাদমান পক্ষ | |||||||
| জঙ্গবাহাদুর রাণা এবং তার ভাইয়ের | জঙ্গবাহাদুর রাণা বিরোধি ভারদার (সরকারি কর্মকর্তা) | ||||||
| সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
|
জঙ্গবাহাদুর রাণা বমবাহাদুর রাণা বদ্রী নরসিংহ রাণা কৃষ্ণবাহাদুর রাণা ধীর শমশের রাণা ভক্তিবীর কুঁবর কাজী জয়বাহাদুর কুঁবর বখতজঙ্গ রাণা গর্জবাহাদুর খত্রি সিদ্ধিমান রাজভণ্ডারি রামমেহর অধিকারি যুদ্ধবীর অধিকারী সনকসিংহ তণ্ডন রামবাহাদুর রানামগর ভীমবাহাদুর আলেমগর পহলমানসিংহ বস্ন্যাত দলবাহাদুর থাপা বুদ্ধিবল রানামগর |
ফত্তেজঙ্গ শাহ অভিমান সিংহ রানা মগর খড্গ বিক্রম শাহ | ||||||
কোত পর্ব বা কোত হত্যাকাণ্ড (নেপালি: कोत पर्व) ছিল নেপালের ইতিহাসে দ্বিতীয় বৃহৎ হত্যাকাণ্ড। ১৮৪৬ সালের ১৪ সেপ্টেম্বরের রাতে কোত হত্যাকাণ্ড ঘটে যখন তৎকালীন কাজী জঙ্গবাহাদুর রাণা এবং তার ভাইয়েরা নেপালের প্রধানমন্ত্রী এবং রাজার এক আত্মীয় চৌতারিয়া ফত্তেজঙ্গ শাহ, অন্যান্য প্রবীণ মন্ত্রী এবং সেনা জেনারেলদের সহ নেপালি হনুমান ঢোকা অবস্থিত প্রাসাদ অস্ত্রাগারে (কোত) প্রায় ৩০-৪০ জন বেসামরিক কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং প্রাসাদ রক্ষীদের হত্যা করেছিলেন। কোত পর্ব তৎকালীন নেপালের অস্থির রাজনীতিকে ১০৪ বছর ধরে রাণা শাসনের অধিনে আসল৷[১]
কাজি গগনসিং ভণ্ডারীকে পূজা করার সময় তাঁর প্রার্থনার কক্ষে হত্যা করা হয়েছে এবং রানী রাজ্য লক্ষ্মী দেবীর বিশ্বস্ত কাজি গগন সিঙের হত্যার পর তিনি কোত সভা ডেকেছিলেন৷ কোত সভাটি প্রাণঘাতী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত, জঙ্গবাহাদুরের ভাইয়েরা এবং তাদের সমর্থকরা সভায় সমস্ত প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণকারীদের উপর একটি উন্মুক্ত আদালতের পূর্ণাঙ্গ আক্রমণ চালান। এই গণহত্যার ফলে চৌতারিয়া, পাঁডে, থাপা এবং বস্ন্যাতের মতো রাজনৈতিক গোষ্ঠীগুলোর ক্ষমতা হারানোর সাথে রাজা রাজেন্দ্র এবং রানী রাজ্য লক্ষ্মী দেবীর ক্ষমতাও ক্ষুণ্ন হয় এবং শেষ পর্যন্ত নেপালে রাণা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পায়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bhuwan Lal Joshi, Leo E. Rose (১ সেপ্টেম্বর ১৯৬৬)। Democratic Innocations in Nepal (ইংরেজি ভাষায়)। University of California Press। পৃ. ৩২। আইএসবিএন ৯৭৮-০৫২০-৩২৪-০৪-৬।
- ↑ बाबुराम आचार्य। अब यस्तो कहिल्यै नहोस्। फाइनप्रिन्ट बुक्स। পৃ. १९५। আইএসবিএন ৯৭৮-৯৯৩৭-৬৬৫-৪০-৭।