কোঠী রাজ্য
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। |
কোঠী রাজ্য कोठी | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী–১৯৫০ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত কোঠী রাজ্যের মানচিত্র | |||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ৪৩৮ বর্গকিলোমিটার (১৬৯ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ১৯,১১২ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী | ||||||
১৯৫০ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | মধ্যপ্রদেশ, ভারত |
কোঠী রাজ্য (যা কোতী রাজ্য নামেও পরিচিত ছিল) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[১] মধ্য ভারত এজেন্সির বাঘেলখণ্ড এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে এটি ছিল একটি অ-তোপ সেলামী সম্মানপ্রাপ্ত আশ্রিত রাজ্য।[২] এই রাজ্যটির রাজধানী ও প্রশাসনিক দপ্তর ছিল বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের সাতনা জেলার কোঠী শহরে।
তুলনামূলক ক্ষুদ্র ৪৩৮ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত সনদ রাজ্য ছিল। ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে রাজ্যটির মোট জনসংখ্যা ছিল ১৯,১১২ জন। এই রাজ্যটির একটি বিশেষত্ব ছিল যে এটির বেশ কিছুটা অঞ্চল পার্শ্ববর্তী সোহাবল রাজ্যকে দুটি মূল খণ্ডে বিভক্ত করতো। [৩]
ইতিহাস
[সম্পাদনা]রাজপুতানা থেকে পূর্বতন রাজভর বা ভর শাসকরা বিতাড়িত হলে তাদেরই একটি শাখা কোঠীতে আসেন৷ রাজ্যটির সূচনাকাল সঠিকভাবে জানা না গেলেও রাজপুত রাজার ইতিহাস খুঁজে পাওয়া যায়৷[৪]
খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে পার্শ্ববর্তী সোহাবল রাজ্যের মতই প্রাথমিকভাবে পান্না রাজ্যের সহকারী সামন্ত রাজ্য হিসেবে এটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়। তবে ১৮১০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই রাজ্যটির জন্য একটি পৃথক সনদ বের করেন এবং রাজ্যের "রায়" লাল দুনিয়িপতি সিংকে তা প্রেরণ করলে একটি পৃথক দেশীয় রাজ্যের মর্যাদা পায়।[৪] ১৮৯২ খ্রিস্টাব্দের তথ্য অনুসারে এই রাজ্যের রাজা ৩৫টি অশ্বারোহী বাহিনী, ২১০ টি পদচালিত সৈন্যবাহিনী ও ৪ টি বন্দুক ধারণের অধিকারী ছিলেন৷
কোঠীর শেষ রাজা পয়লা জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে ভারতে অধিরাজ্যে যোগদানের সম্মতিপত্র স্বাক্ষর করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
শাসকবর্গ
[সম্পাদনা]কোঠী দেশ ও রাজ্যের শাসন করে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হতেন। [৫]
রাজা
[সম্পাদনা]- ১৮০. – .... লাল দুনিয়াপতি সিং
- .... – ১৮৬২ লাল অদ্ভুত সিং
- ১৮৬২ – ৫ জুন ১৮৮৭ রণবাহাদুর সিং
রাজা বাহাদুর
[সম্পাদনা]- ১৮৮৭ – ১৮৯৫ ভাগবৎ বাহাদুর সিং
- ১৮৯৫ – ৮ আগস্ট ১৯১৪ অবধেন্দ্র সিং
- ৮ আগস্ট ১৯১৪ – ১৯৩৪ সীতারাম প্রতাপবাহাদুর সরিং
- ১৯৩৪ – ১৯৪৮ কৌশলেন্দ্র প্রতাপ সিং
- ১৯৪৮ -২০১৭ গোবিন্দ প্রতাপ সিং জুদেব
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Keonthal"। ব্রিটিশ বিশ্বকোষ। 15 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 749।
- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Bagelkhand"। ব্রিটিশ বিশ্বকোষ। 3 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 200।
- ↑ Imperial Gazetteer of India, v. 23, p. 70.
- ↑ ক খ Imperial Gazetteer of India, v. 16, p. 2.
- ↑ http://www.indianrajputs.com/view/kothi