কোক স্টুডিও (পাকিস্তান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোক স্টুডিও
সিরিজের জন্য লোগো যা কোকাকোলা বোতলের সমন্বয়ে করা হয়েছে
নির্মাতাকোকাকোলা কোম্পানী এবং নির্বাহী প্রযোজক রুহালী হায়াত
মূল দেশপাকিস্তান
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩৭ (পর্বের তালিকা)
নির্মাণ
প্রযোজকরুহালী হায়াত (মৌসুম১-৬))
নির্মাণের স্থানকরাচি,সিন্ধু, পাকিস্তান
ব্যাপ্তিকাল১ ঘণ্টা
নির্মাণ কোম্পানিকোকাকোলা কোম্পানী
ফ্রিকোয়েন্সি মিডিয়া
পরিবেশকফ্রিকোয়েন্সি মিডিয়া
মুক্তি
মূল মুক্তির তারিখ৮ জুন ২০০৮ (2008-06-08) –
বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

কোক স্টুডিও (উর্দু: کوک اِسٹوڈیو‎‎) একটি পাকিস্তানি সঙ্গীত টেলিভিশন সিরিজ যেখানে লাইভ স্টুডিওতে বিভিন্ন সঙ্গীত শিল্পীর গান রেকর্ড করা হয়। অনুষ্ঠানটির ৬ষ্ঠ মৌসুম পর্যন্ত রুহালী হায়াতী পরিচালনা করেছেন। ২০০৮ সাল থেকেই কোকাকোলা অনুষ্ঠানটি স্পন্সর করে আসছে। কোক স্টুডিও সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে, সমালোচকদের প্রশংসা লাভ করেছে এবং প্রায়শই বিভিন্ন টেলিভিশন ও রেডিও স্টেশনে বার বার সম্প্রচার হচ্ছে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান এবং কোকা-কোলা একটি স্থানীয় ব্র্যান্ড পণ্য।[১]

কোক স্টুডিও প্রচলিত একাধিক সংগীত প্রভাবের সংমিশ্রণ ঘটায় যেমন ধ্রুপদী, লোকসঙ্গীত, সুফি, কাওয়ালি, গজল এবং ভাঙড়া সংগীত, পাশাপাশি সমসাময়িক হিপ হপ, রক এবং পপ সংগীত।[২] পাকিস্তানের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন ভাষার শিল্পীদের বাদ্যযন্ত্রের জন্য সহযোগিতা করার মাধ্যমে পাকিস্তানের বহুসংস্কৃতিবাদ প্রচারের জন্য খ্যাত রয়েছে।[৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

অনুষ্ঠানটি ব্রাজিলীয় সঙ্গতে অনুষ্ঠান স্টুডিও কোকা-কোলা (Estúdio Coca-Cola ) ,যেটি এমটিভি ব্রাজিল এ ২০০৭ এর মার্চে প্রথমবার প্রিমিয়ার হয়[৫],এর আদলে করা হয়েছে যদিও অনুষ্ঠান দুইটির মধ্যে সাধারণ কিছু পার্থক্য রয়েছে। ব্রাজিলীয় শোটি সাধারণত কনসার্টের মত হয়ে থাকে কিন্তু পাকিস্তানের সংস্করণে এটি একটি বদ্ধ স্টুডিওতে হয়ে থাকে। কোক স্টুডিও পাকিস্তানি সংস্করণ পাকিস্তানের কোকা-কোলা কোম্পানী ,রুহালী হায়াত, পাকিস্তানের প্রথম পপ ব্যান্ড ভাইটাল সাইনস এর প্রতিষ্ঠাতা, এবং উমবার হায়াত দ্বারা পৃষ্ঠপোষকিত হয় । তারা দুইজনেই অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক ছিলেন।[৬]

২০১১ এ কোক স্টুডিওতে মিজরাব গান পরিবশেন করছেন

আন্তর্জাতিক খ্যাতি[সম্পাদনা]

কোক স্টুডিওর পাকিস্তানি সংস্করণের সফলতার পর, কোক স্টুডিও বর্তমানে আর্ন্তজাতিকভাবে ফ্র্যাঞ্চাইজি পরিণত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে পাকিস্তানি এই অনুষ্ঠানের প্রচুর ভক্ত সৃষ্টি হয়েছে।[৭] এই সফলতা কোকা -কোলাকে ভারতে কোক স্টুডিও ভারতীয় সংস্করণ তৈরীতে উৎসাহ যোগায়।[৮] এমটিভি ইন্ডিয়া এবং রেড মিরচি এর যৌথ প্রোযজোনায় কোক স্টুডিও ভারতীয় সংস্করণের পরিচালিত হচ্ছে।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Coke Studio Brings People Together ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে Forbes.
  2. "Coke Studio Bridges Barriers in Pakistan, India the Middle East and Africa"The Coca-Cola Company (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯ 
  3. "#Humdekhenge : Here's how Coke studio is promoting cultural diversity in Pakistan"Daily Pakistan Global (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯ 
  4. "Coke Studio 11 gears up for season premiere"The Express Tribune। ২৩ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮ 
  5. "Coke Studio"The Coca-Cola Company (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯ 
  6. Coke Studio and Beyond: The wonderful world of Umber and Rohail Hyatt ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে Instep Magazine.
  7. "'If India boasts about Taj Mahal, Pakistan should boast about Coke Studio'"Express Tribune। ৭ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১২ 
  8. ‘I took Rohail’s blessings before starting our Coke Studio in India’
  9. http://tribune.com.pk/story/176618/coke-studio-to-rock-india/