কোকি হোরাদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোকি হোরাদা
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-08-06) ৬ আগস্ট ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থান সাইতামা প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৬৯ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নাগানো পার্সেইরো
(কাওয়াসাকি ফ্রোন্তালে হতে ধারে)
জার্সি নম্বর ২০
যুব পর্যায়
কাওয়াসাকি ফ্রোন্তালে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২১– কাওয়াসাকি ফ্রোন্তালে (০)
২০২১–গাইনারে তোত্তোরি (ধার) (০)
২০২২–নাগানো পার্সেইরো (ধার) (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:৩৪, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

কোকি হোরাদা (জাপানি: 原田虹輝, ইংরেজি: Koki Harada; জন্ম: ৬ আগস্ট ২০০০) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের তৃতীয় স্তর জে৩ লিগের ক্লাব নাগানো পার্সেইরোর হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

কোকি হোরাদা ২০০০ সালের ৬ই আগস্ট তারিখে জাপানের সাইতামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Japan - AC Nagano Parceiro - Results, fixtures, squad, statistics, photos, videos and news"Soccerway। ২৯ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]