কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা
কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরাতন পুরকায়স্থ বাজারে অবস্থিত একটি দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা Kailash Shahnur Dakhil Madrasah | |
---|---|
অবস্থান | |
পুরকায়স্থ বাজার, গোলাপগঞ্জ উপজেলা কৈলাশ ৩১৬১ , | |
তথ্য | |
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন |
স্থাপিত | ১৯৭৭ |
প্রতিষ্ঠাতা | স্থানীয় প্রসাশন ও এলাকাবাসী |
অধ্যক্ষ | মাওলানা এনামুল হক |
অনুষদ | ১৩ |
ভাষা | আরবী,বাংলা ও ইংরেজি |
আয়তন | ১০ একর |
ক্যাম্পাসের ধরন | গ্রাম্য |
ডাকনাম | কৈলাশ মাদ্রাসা |
![]() |
অবস্থান ও বিবরণ[সম্পাদনা]
কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরাতন পুরকায়স্থ বাজারে অবস্থিত। মাদ্রাসাটির মোট আয়তন প্রায় ১০ একর। মাদ্রাসার মধ্যে রয়েছে একাডেমিক ভবন, মাদ্রাসার অফিস, লাইব্রেরী ও কম্পিউটার ল্যাব। [২]
ইতিহাস[সম্পাদনা]
জানুয়ারি ১৯৭৫ সালে প্রসাশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাদ্রাসার প্রথম কার্যদিবস শুরু হয়। তখন মাদ্রাসায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৫৮ জন। জুন ১৯৭৭ সালে মাদ্রাসার একাডেমিক ভবন তৈরি করা হয় এবং একাধিক পাঠাগার তৈরি হয় বর্তমানে ৩টি পাঠাগার রয়েছে।
পাঠ্যক্রম[সম্পাদনা]
ক্লাস[সম্পাদনা]
বর্তমানে মাদ্রাসার মোট ক্লাস সংখ্যা: ১২ যার মধ্যে রয়েছে|
ইবতেদায়ী= প্রথম থেকে পঞ্চম
দাখিল= ষষ্ঠ থেকে দশম
হাফিজিয়া = হিফজ বিভাগ
মোট মাদ্রাসার প্রায় ৭৯% ইবতেদায়ী ও দাখিল ক্লাস একাডেমিক ভবনে এবং হিফজ বিভাগ মাদ্রাসার পাশে |
সহ - পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম[সম্পাদনা]
এর মধ্যে রয়েছে:
- বিতর্ক প্রতিযোগিতা
- বক্তৃতা প্রতিযোগিতা
- আবৃত্তি প্রতিযোগিতা
- ক্বিরাত প্রতিযোগিতা
- বিজ্ঞান মেলা
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- বার্ষিক ভ্রমণ
- বার্ষিক ফুটবল টুর্নামেন্ট
- বার্ষিক বাস্কেটবল টুর্নামেন্ট
- বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আবশ্যক: কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা"। দৈনিক ইত্তেফাক। ১০ জানুয়ারী ২০১৭। ২১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- ↑ "বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।