কেমল বুলবুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেমল বুলবুল
গ্র্যান্ড জাতীয় পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
নভেম্বর ২০১৫
সংসদীয় এলাকাএন্টালিয়া (২০১৫)
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৩
সটিক, আরগুভান, তুরস্ক
সন্তান
পেশারাজনীতিবিদ

কেমল বুলবুল (জন্ম: ১৯৬৩, আর্গুয়ানে) একজন তুর্কি শিক্ষক, রাজনীতিবিদ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত তুরস্কের ২৭তম গ্র্যান্ড জাতীয় পরিষদের সদস্য। তিনি কুর্দি এবং আলেভি সম্প্রদায়ভুক্ত। [১][২]

জীবনী[সম্পাদনা]

বুলবুল তুরস্কের মালাটিয়া প্রদেশের আর্গুভানের সতিক গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ট্রাকিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন এবং কাহতা, আঙ্কারা এবং ভ্যানে শিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি কনফেডারেশন অব পাবলিক এমপ্লয়িজ ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। তিনি পীর সুলতান আবদাল সাংস্কৃতিক সমিতির সাধারণ সভাপতি এবং আলেভি বেকতাশি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পিপলস ডেমোক্রেসি পার্টির আঙ্কারা প্রদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। [২]

২০২০ সালের নভেম্বরে ডেমোক্রেটিক সোসাইটি কংগ্রেসের সভায় যোগ দেওয়ার জন্য তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kemal Bülbül" (তুর্কি ভাষায়)। ২২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২১ 
  2. "Kemal Bülbül" (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২১ 
  3. "Kurdish MP sentenced to over 6 years in Turkey on terror charges"Rûdaw। ২৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২১