কৃষ্ণজি গোপাল কারভে
কৃষ্ণজি গোপাল কারভে | |
---|---|
জন্ম | ১৮৮৭ |
মৃত্যু | ১৯ এপ্রিল ১৯১০ |
আন্দোলন | ভারতীয় বিপ্লবী |
কৃষ্ণজি গোপাল কারভে (জন্ম:- ১৮৮৭ - মৃত্যু:- ১৯ এপ্রিল ১৯১০) ছিলেন একজন অগ্নিযুগের বিপ্লবী। তিনি আনা কারভে নামেও পরিচিত ছিলেন। ১৯ এপ্রিল ১৯১০ সালে ইংরেজ সরকার তাকে ফাঁসি দেন।[১]
সংক্ষিপ্ত পরিচয়[সম্পাদনা]
তিনি বি.এ অনার্স এ পড়াশোনা করেন, বি.এ অনার্স শেষ করার পরে বোম্বে বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নের জন্য যোগদান করেন। তিনি নাসিকের অভিনব ভারত সোসাইটি সদস্যে যোগদান করেন, গণেশ দামোদর সাভারকর এবং বিনায়ক দামোদর সাভারকর প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠন 'অভিনব ভারত'। ১৯০৯ সালের ২১ শে ডিসেম্বর নাসিকের বিজয়ানন্দ থিয়েটারে মঞ্চস্থ হয়। জ্যাকসন যেমন মারাঠি ভাষার ভক্ত এবং তিনি এই নাটকে আসতে চলেছিলেন।
ফলে তাদের গ্রেপ্তার হতে হয়। বোম্বাই হাইকোর্টে বিনায়ক দেশপাণ্ডে, কৃষ্ণজি গোপাল কারভে ও অনন্ত লক্ষ্মণ কানহেরে কে ১৯ এপ্রিল, ১৯১০ এ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ফাঁসি দেওয়া হয়েছিল।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ রায়, প্রকাশ। "বিস্মৃত বিপ্লবী"। বিপ্লবীদের জীবনী।
- ↑ রায়, প্রকাশ (২০২১)। ক্ষমা নেই দেশদ্রোহী প্রথম খণ্ড। চেন্নাইআইএসবিএন=978-1-68494-815-4: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু।
বিষয়শ্রেণীসমূহ:
- ১৮৮৭-এ জন্ম
- ১৯১০-এ মৃত্যু
- ভারতীয় স্বাধীনতা কর্মী
- ভারতের স্বাধীনতা আন্দোলন
- ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শহীদ
- ব্রিটিশ ভারত দ্বারা ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত
- ভারতীয় স্বাধীনতা আন্দোলন কর্মী
- ভারতীয় স্বাধীনতার বিপ্লবী আন্দোলন
- ভারতীয় ব্যক্তি যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিপ্লবী
- ২০শ শতাব্দীতে যুক্তরাজ্য দ্বারা মৃত্যুদণ্ড