সাধু যোহনের গীর্জা
অবয়ব
(কুষ্টিয়া চার্চ অব বাংলাদেশ থেকে পুনর্নির্দেশিত)
সাধু যোহনের গীর্জা কুষ্টিয়া চার্চ অব বাংলাদেশ | |
---|---|
![]() | |
২৩°৫৪′৩৪″ উত্তর ৮৯°০৭′৩৬″ পূর্ব / ২৩.৯০৯৫৪৫° উত্তর ৮৯.১২৬৭৭৬° পূর্ব | |
অবস্থান | এনএস রোড, থানা পাড়া, কুষ্টিয়া |
দেশ | ![]() |
মণ্ডলী | Anglican |
পাদ্রির ঘরানা | চার্চ অব বাংলাদেশ |
সদস্যসংখ্যা | বাংলাদেশ চার্চের কুষ্টিয়া ধর্মপ্রদেশ |
ইতিহাস | |
প্রতিষ্ঠাকাল | ১৮৫০ |
স্থাপত্য | |
মর্যাদা | ক্যাথিড্রাল |
সক্রিয়তা | সক্রিয় |
স্থাপত্যশৈলী | গথিক স্থাপত্য |
সাধু যোহনের গীর্জা বা কুষ্টিয়া চার্চ অব বাংলাদেশ হচ্ছে কুষ্টিয়ার এনএস রোডে থানা পাড়ায় অবস্থিত একটি গির্জা। গির্জাটি ১৮৫০ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]কুষ্টিয়া শহরের এনএস রোডে থানার মোড় সংলগ্ন পশ্চিম দিকে ১৮৫০ সালে মাটির ঘরে গির্জাটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৮৯৮ সালে ওয়াটসন অ্যান্ড কোম্পানির ইঞ্জিনিয়ার উইলিয়াম রেণউইক গির্জার পরিপূর্ণতা দান করেন। প্রতিষ্ঠাকালীন প্রথম বিশপ ছিলেন রাইট রেভা এম এস বারুই, তিনি বরিশাল জেলার ইন্দুরকানী থেকে এসেছিলেন।[১] বর্তমানে গির্জার যে পাকা ভবনটি রয়েছে তা ১৯২২ সালের ৬ জানুয়ারি মিসেস ডাব্লিউ বি রেণউইক উদ্বোধন করেন।[২] কুষ্টিয়া ডায়োসিস প্রতিষ্ঠিত হয় ১৯৯০-৯১ সালে।
তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ ক খ "কুষ্টিয়া চার্চ অব বাংলাদেশ-এর ইতিহাস"। ওয়েব আর্কাইভ। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০।
- ↑ আব্দুল্লাহ সাঈদ, বৃহত্তর কুষ্টিয়ার মসজিদ মন্দির গির্জা (সম্পাদক: বিলুকবীর), বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস, ১ম খন্ড, ২০১৭।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ঢাকা: কন্ঠধ্বনি প্রকাশনী। পৃষ্ঠা ১৪৭–১৪৯। আইএসবিএন 978-984-94435-0-6।
- আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। আইএসবিএন 978-984-34608-1-3। ২০২৪-০৯-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩।