কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়
অবয়ব
নীতিবাক্য | যোগাস্থ কুরু কর্মমণি |
---|---|
ধরন | শিক্ষা ও গবেষণা |
স্থাপিত | ১৯৫৬ |
আচার্য | হরিয়ানার রাজ্যপাল |
উপাচার্য | কৈলাশ চন্দ্র শর্মা[১] |
অবস্থান | , ২৯°৫৭′২৮″ উত্তর ৭৬°৪৮′৫৭″ পূর্ব / ২৯.৯৫৭৬৯১° উত্তর ৭৬.৮১৫৮৪৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | ইউজিসি, এনএএসি |
ওয়েবসাইট | www |
![]() |
কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় ১৯৫৬ সালের ১১ই জানুয়ারি হরিয়ানার কুরুক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়।[২] এই বিশ্ববিদ্যালয়টি কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য। পাঞ্জাবের সংস্কৃতজ্ঞ রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়টির স্থাপনের প্রস্তাব পেশ করেছিলেন। প্রতিষ্ঠাকালে এখানে শুধু সংস্কৃত বিভাগই বর্তমান ছিল। এটি ৪৭৩ একর (১.৯১ বর্গ কিমি) জমি নিয়ে বিস্তৃত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Statutory Officers"। www.kuk.ac.in। Kurukshetra University। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৭।
- ↑ "About us"। Kurukshetra University। ২০১৪-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৮।