কুমিল্লা মডার্ণ হাই স্কুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমিল্লা মডার্ণ হাই স্কুল
ঠিকানা
মানচিত্র
নজরুল এভিনিউ, পশ্চিম কান্দিরপাড়

,
৩৫০০

তথ্য
নীতিবাক্যপ্রভু জ্ঞান দাও
প্রতিষ্ঠাকাল১৯৯৩
প্রতিষ্ঠাতাআফজল খান[১]
ইআইআইএন১০৫৭৬৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকএকেএম আকতার হোসাইন
কর্মকর্তা25
শিক্ষকমণ্ডলী১৫০+
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
বয়সসীমা১১-১৮
শিক্ষার্থী সংখ্যা৬০০০
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়৫ ঘণ্টা
ক্যাম্পাসনজরুল এভিনিউ, কুমিল্লা-৩৫০০
শিক্ষায়তন৫০০ মি.
ক্যাম্পাসের ধরনNormal
রং         
নেভী ব্লু ও সাদা
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন।
শিক্ষা বোর্ডকুমিল্লা শিক্ষা বোর্ড
ওয়েবসাইটcomillamodernhighschool.edu.bd

কুমিল্লা মডার্ণ হাই স্কুল বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি কুমিল্লা জেলার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের সন্নিকটে অবস্থিত। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত। স্কুলটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয় যেখানে মেয়েরা প্রভাতি ও ছেলেরা দিবা শাখায় অধ্যায়ন করে। এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে, এই স্কুলটি বেশ কয়েক বছর ধরে কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা দশের মধ্যে অবস্থান করছে। স্কুলটিতে প্রায় ৭,০০০ শিক্ষার্থী অধ্যয়ন করে।স্কুলটির শিক্ষাপ্রতিষ্ঠান পরিচয় নাম্বার(ইআইআইএন)নাম্বার হলো ১০৫৭৬৭।

সম্মুখ গেইট
কুমিল্লা মর্ডান হাই স্কুল এর নতুন আলংকারিক শিরোনাম, জুন ২০১৩
অভ্যন্তরীণ ভিউ

ইতিহাস[সম্পাদনা]

কুমিল্লা মডার্ণ হাই স্কুল ১৯৯২ সালে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে ১৫৫ শতক জায়গায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ১৯৯৩ সালে শুরু হয়।[২] স্কুলটির প্রতিষ্ঠাতা বরণ্য রাজনীতিবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান এডভোকেট। তিনি এই স্কুলটি ছাড়াও আরো ১৭ টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তারমধ্য, আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ল-কলেজ, শেখ ফজিলাতুন্নেছা কারিগরি স্কুল এ- কলেজ, নার্গিস আফজল বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয়, আফজল খান কারিগরি কলেজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

অবকাঠামো[সম্পাদনা]

স্কুলে তিনটি একাডেমিক ভবন ও একটি প্রশাসনিক ভবন রয়েছে। স্কুলের সম্মুখে একটি মাঠ ও ফুলের বাগান আছে। কুমিল্লা মডার্ণ হাই স্কুলে আরো রয়েছে মিলনায়তন, গ্রন্থাগার, ক্যান্টিন ও দুইটি ল্যাবরেটরি।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

প্রাথমিকভাবে স্কুলটিতে একটি শিফট ছিল। কিন্তু ১৯৯৭ সাল থেকে, স্কুলে দুইটি শিফটে বিভক্ত হয়ঃ প্রভাতি ও দিবা। বর্তমানে প্রভাতি শাখায় মেয়েরা ও দিবা শাখায় ছেলেরা অধ্যায়ন করে। স্কুলটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে স্কুলটিতে প্রায় ৫০০০ শিক্ষার্থী এবং ১১৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। প্রভাতি শাখায় ৫৪ জন ও দিবা শাখায় ৬০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।

ইউনিফরম[সম্পাদনা]

ছেলেদের জন্য স্কুলের নির্দিষ্ট ইউনিফরম হল সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট ও সাদা জুতো। শার্ট ফুল হাতা বা হাফ হাতা দুটোই গ্রহণযোগ্য। মেয়েদের জন্য স্কুলের নির্দিষ্ট ইউনিফরম হল সাদা সেলোয়ার, নেভি ব্লু কামিজ ও সাদা জুতো। এছাড়া শীতকালে নেভি ব্লু রঙের সোয়েটারও ইউনিফরমের অন্তর্ভুক্ত। শার্টের পকেটে স্কুলের মনোগ্রামযুক্ত ব্যাজ থাকা আবশ্যক।

ভর্তি[সম্পাদনা]

সাধারণত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। এছাড়াও সিট ফাঁকা থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা অন্যান্য শ্রেণীতেও ভর্তি হতে পারে। ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংঘটিত হয়।

ফলাফল[সম্পাদনা]

মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশে শিক্ষাবোর্ডের অধীনে জে এস সি ও এস এস সি নামে দুইটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অষ্টম শ্রেণী শেষে জে এস সি এবং দশম শ্রেণী শেষে এস এস সি পরীক্ষা হয়। উভয় পরীক্ষার ফলাফল জিপিএ-র ভিত্তিতে প্রকাশিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিবছরই উভয় পরীক্ষায় ফলাফল (পাশের হার ও জিপিএ-৫ ধারীর সংখ্যা) ভিত্তিতে সেরা বিদ্যালয় বাছাই করে। কুমিল্লা মডার্ণ হাই স্কুল ২০০৪ সালে এস এস সি-র ফলাফলের জন্য "চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়" ও ২০১০ সালে জে এস সি-র ফলাফলের জন্য "শ্রেষ্ঠ বিদ্যালয়" নির্বাচিত হয়।[৩]

জে এস সি[সম্পাদনা]

২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কুমিল্লা মডার্ণ হাই স্কুলের জে এস সি-র ফলাফল নিচে দেয়া হলঃ

সাল মোট পরীক্ষার্থী পাসকৃত পাসের হার জিপিএ-৫ শিক্ষা বোর্ডে অবস্থান
২০১০ ৯২৬ ৯২০ ৯৯.৩৫% ২৭[৪] ২য়[৫]
২০১১ ৯৩৫ ৯৩৪ ৯৯.৮৯% ১৬১[৬] ৫ম[৬]
২০১২ ১০৬৯ ১০৬৮ ৯৯.৯১% ২৫১[৭] ৩য়[৭]
২০১৩ ৮৬৭[৮] ৩য়[৯]
২০১৪ ১২৪৩ ১২৩৯ ৯৯.৬৮% ৫৫০[১০] ১১তম[১০]
২০১৫ ১১৫৩ ১১৫২ ৯৯.৯১% ৫৪৭
২০১৬ ১১০৬ ১১০৬ ১০০% ৫৫৬
২০১৭ ১১১৫ ১১০৭ ৯৯.২৮% ৩০৩

এস এস সি[সম্পাদনা]

২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কুমিল্লা মডার্ণ হাই স্কুলের এস এস সি-র ফলাফল নিচে দেয়া হলঃ

সাল মোট পরীক্ষার্থী পাসকৃত পাসের হার জিপিএ-৫ শিক্ষা বোর্ডে অবস্থান
২০০৬ ৪০৬ ৩৯৮ ৯৭.০৪% ৮০
২০০৭ ৪০৭ ৩৮১ ৯৩.৬১% ৯৯
২০০৮ ৪৬০ ৪৫২ ৯৮.২৬ ২০০
২০০৯ ৫৭৩ ৫৬৯ ৯৯.৩০% ২১৪[১১]
২০১০ ৬৮০ ৬৭৮ ৯৯.৩০% ৩২০[১২] ৭ম[১৩]
২০১১ ৭৫৮ ৭৫৭ ৯৯.৮৭% ৩৩২[১৪] ১ম[১৫]
২০১২ ৭৬৭ ৭৬৭ ১০০% ২৭৪[১৬] ৭ম[১৭]
২০১৩ ৯২১ ৯১৭ ৯৯.৫৭% ৪৩৩[১৮] ৭ম
২০১৪ ৮৮৪ ৮৭৯[১৯] ৯৯.৪৩% ৫৬৫[২০] ৪র্থ[২১]
২০১৫ ১০১৯ ১০১৮[২২] ৯৯.৯% ৫৪৮[২২] ৫ম[২৩]
২০১৬ ১১৬১ ১১৫৯ ৯৯.৮৩% ৫১৭
২০১৭ ১২৯১ ১২৫৮ ৯৭.৪৪% ২৯৯ ১ম
২০১৮ ১২৩৯ ১২৩৪ ৯৯.৬০% ৩৮৮ ১ম
২০১৯ ১১৪৮ ১১২৭ ৯৮.১৭% ৪২৬ ১ম

সহশিক্ষা কর্মসূচী[সম্পাদনা]

  • বি এন সি সি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)
  • স্কাউটিং
  • খেলাধুলা (অ্যাথলেটিক্স, ক্রিকেট ও ফুটবল)
  • বিতর্ক
  • সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বার্ষিক সাময়িকী
  • গণিত ও ভাষা প্রতিযোগিতা
  • বিজ্ঞান মেলা
  • শিক্ষা সফর ইত্যাদি

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mamun, Sadik (২০১৪-০৬-০৮)। "কুমিল্লার আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান মডার্ন হাই স্কুল"Daily Inqilab। Dhaka। ২০১৫-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৩ 
  2. হক, গাজিউল (১৩ নভেম্বর ২০১০)। "৪৮ জিডি ও পাঁচ মামলায় শিক্ষককে হয়রানি!"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. কুমিল্লা রিপোর্টার (৫ অক্টোবর ২০১০)। "কুমিল্লা মডার্ণ হাই স্কুল শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত"comillaweb.com। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  4. স্টাফ রিপোর্টার (৩০ ডিসেম্বর ২০১০)। "জেএসসি পরীক্ষায়ও কুমিল্লা মডার্ন স্কুলের সাফল্যের ধারা অক্ষুণ্ণ"comillaweb.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  5. জেলা প্রতিনিধি (৩০ ডিসেম্বর ২০১০)। "কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৩.৫৫ শতাংশ, ছেলেরা এগিয়ে"banglanews24.com। ১৮ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  6. কুমিল্লা রিপোর্টার (২৯ ডিসেম্বর ২০১১)। "জুনিয়র স্কুল সাটিফিকেট পরীক্ষায় কুমিল্লার সেরা ৮ স্কুল"comillaweb.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  7. কুমিল্লা রিপোর্টার (৩০ নভেম্বর ২০১২)। "জিপিএ-৫ এর শীর্ষে কুমিল্লা মডার্ন হাই স্কুল"comillarkagoj.com। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৩ 
  8. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৪-০৫-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১২ 
  9. "Record 89.94pc pass JSC exams"The Financial Express (Bangladesh)। Dhaka। ২০১৩-০৬-৩০। ২০১৪-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৩ 
  10. "কুমিল্লায় জিপিএ ৫ প্রাপ্তিতে সেরা মডার্ন স্কুল"Kaler Kantho। ২০১৪-১২-৩১। ২০১৫-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-০৬ 
  11. স্থানীয় প্রতিনিধি (২৬ মে ২০০৯)। "কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. স্টাফ রিপোর্টার (১৬ মে ২০১০)। "বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা"দৈনিক কালের কন্ঠ। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২ 
  13. স্থানীয় প্রতিনিধি (১৫ মে ২০১০)। "কুমিল্লায় উত্তীর্ণ ৮১ ভাগ"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. স্থানীয় প্রতিনিধি (১৩ মে ২০১১)। "সেরা স্কুল কুমিল্লা মডার্ন"দৈনিক কালের কন্ঠ। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১২ 
  15. স্থানীয় প্রতিনিধি (১৩ মে ২০১১)। "সেরা কুমিল্লা মডার্ন"দৈনিক কালের কন্ঠ। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২ 
  16. স্থানীয় প্রতিনিধি (৭ মে ২০১২)। "কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫১৭৯ শিক্ষার্থী"Real-time News Network। ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২ 
  17. আহমেদ, কাজি মীর (৮ মে ২০১২)। "কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা ২০ স্কুল"দৈনিক সংগ্রাম। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১১ 
  18. জেলা প্রতিনিধি, কুমিল্লা (৯ মে ২০১৩)। "কুমিল্লা বোর্ডের সেরা ২০"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩ 
  19. Comilla Bureau (১৮ মে ২০১৪)। "কুমিল্লা বোর্ডে সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠান : শীর্ষে জিলা স্কুল"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৪ 
  20. "কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পাওয়া সেরা ২০ স্কুল"দৈনিক সকাল। ১৭ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৪ 
  21. Local Correspondent (১৯ মে ২০১৪)। "SSC result: Pass rate drops in Comilla Board"Daily Observer (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৪ 
  22. "কুমিল্লা শিক্ষা বোর্ডে টপ টুয়েন্টির তালিকা"muktakhabar.net। Comilla। ২০১৫-০৫-৩১। ২০১৫-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৩ 
  23. "Comilla Zilla School secures top position in Comilla board"Bangladesh Sangbad Sangstha। Dhaka। ২০১৫-০৫-৩০। ২০১৫-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]