বিষয়বস্তুতে চলুন

কুবরাভিয়া তরিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুবরাভিয়া তরিকা (আরবি: سلسلة کبرویة) বা কুবরাভি তরিকা[], যাকে কুবরাভি হামাদানি বা হামাদানি কুবরা নামেও পরিচিত, এমন একটি সুফি তরিকা যার আধ্যাত্মিক ধারা (সিলসিলা)মূলত হযরত আলী (রা.), যিনি ছিলেন নবী মুহাম্মদের (সা.) চাচাতো ভাই, জামাতা এবং প্রথম ইমাম, হয়ে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এর সাথে গিয়ে মিলিত হয়। বেশিরভাগ সুফি তরিকাতের মতোই, কুবরাভিয়া তরিকাতও আলী (রা.) থেকে তাদের আধ্যাত্মিক ধারা গঠন করে। এই তরিকাটির নামকরণ করা হয়েছে এই তরিকার প্রতিষ্ঠাতা নাজমুদ্দীন কুবরার নামানুসারে, যিনি খোয়ারিজম রাজবংশের অধীনে কুনিয়া-উরগেঞ্চে (বর্তমান তুর্কমেনিস্তান) বাস করতেন। ১২২১ সালে মঙ্গোলরা কুনিয়া-উরগেঞ্চ দখল করে এবং নাজমুদ্দিন কুবরাসহ বেশিরভাগ জনগণকে হত্যা করে।

উল্লেখযোগ্য কুবরাবিয়া

[সম্পাদনা]
  • নাজম আল-দিন রাজি দায়া (1177-1256)
  • সাঈদ আল-দিন আল-হামুওয়াই (1190-1260)
  • সাইফ আল-দিন বাখারজি (1190-1261)
  • আমির সুলতান (1368-1429)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Adel, Gholamali Haddad; Elmi, Mohammad Jafar; Taromi-Rad, Hassan (২০১২), Sufism: An Entry from Encyclopaedia of the World of Islam, EWI Press, পৃষ্ঠা 53–, আইএসবিএন 978-1-908433-08-4 

আরও পড়া

[সম্পাদনা]

বাহ্যিক লিঙ্ক

[সম্পাদনা]