কুন্হু মহম্মদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুন্হু মহম্মদ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1987-03-05) ৫ মার্চ ১৯৮৭ (বয়স ৩৭)
মান্নারক্কাদ, কেরল, ভারত
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াট্র্যাক এবং ফিল্ড
বিভাগ৪০০ মিটার

কুন্হু মহম্মদ পুথানপুরাক্কাল (জন্ম ৫মার্চ ১৯৮৭) একজন ভারতীয় দৌড়বিদ যিনি ৪০০ মিটার দৌড়ে বিশেষজ্ঞ. তিনি ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৪x৪০০মিটার রিলে বিভাগে যোগ্যতা অর্জন করেন। ২০১৬ এর জুলাই মাসে বেঙ্গালুরু এর একটি রিলে টিমে ছিলেন যাঁরা একটি ন্যশনাল ৪x৪০০মিটার রিলে দৌড়ের রেকর্ড ভাঙ্গে। তুর্কী পৌঁছানোর চার সপ্তাহ আগে কুনহু মহম্মদ, মহম্মদ আনস, আয়সামী ধারুন এবং আরোকিয়া রাজীব এই চারজন জাতীয় স্তরে একটি নতুন রেকর্ড স্থাপন করেন ৩:০২:১৭ তে এই রিলে টিমের স্থান আন্তর্জাতিকভাবে ১৩নং স্থানে পৌঁছে দিতে সাহায্য করে.[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "India's 4x400m relay teams qualify for Rio Olympics"Rediff। ১০ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৬