কুনওয়ার খালিদ ইউনুস
অবয়ব
কুনওয়ার খালিদ ইউনুস, একজন পাকিস্তানি রাজনীতিবিদ এবং মুত্তাহিদা কওমি আন্দোলন রাজনৈতিক দলের সদস্য।
ইউনূস ১৯৪৪ সালের ৩০ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশের সম্ভাল শহরে জন্মগ্রহণ করেন[১] (তার ভাই ছিলেন অভিনেতা তারিক ইউনূস[২])। তিনি সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, এরপর বি.এসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেন। তিনি চারবার জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৮৮-১৯৯০, ১৯৯০-১৯৯২, ১৯৯৭-১৯৯৯ এবং ২০০২-২০০৮ মেয়াদে এমএনএ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কলাম লেখকও, ডন এবং ফ্রাইডে টাইমস উভয় পত্রিকায়ই লেখেন। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kunwar Khalid Yunus on Twitter: "On my 73rd Birthday. My clan members."
- ↑ Kunwar Khalid Yunus on Twitter: "Tariq Bhai(Died in Mumbai 1994) was my only brother
- ↑ "MQM - Kanwer Khalid Younus's Profile"। Pakistan Elections। ১৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।