কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
অবয়ব
![]() প্রতিষ্ঠানিক লোগো | |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭৩ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
ইআইআইএন | ১২২৩৩০ |
অধ্যক্ষ | রবীন্দ্রনাথ চক্রবর্তী |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৫ + |
শিক্ষার্থী | ১,৮০০ + |
ঠিকানা | , , ৫৬০০ , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | ৪.৩ একর (শহুরে) |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | kgwc |
![]() |
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ রংপুর বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। যা নারীদের জন্য সংরক্ষিত। এটি ১৯৭৩ সালে কুড়িগ্রাম সদরে প্রতিষ্ঠিত হয়। এতে উচ্চ মাধ্যমিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ, বিএসসি, বিএসএস পাস কোর্স (ডিগ্রি) এবং বাংলা, ইংরেজি, ইতিহাস ও রসায়নে অনার্স কোর্স চালু আছে।[১]
এটি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক পাঠদানকারী কলেজের ২০১৮ সালের কলেজ র্যাঙ্কিংয়ে রংপুর অঞ্চলের সেরা দশ কলেজের একটি নির্বাচিত হয়।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৭৩ সালে কুড়িগ্রাম মহিলা কলেজটি ৪ একর ৩ শতাংশ জমির উপর স্থাপিত হয় এবং ১৯৮৪ সালে জাতীয়করণ হয় । এর প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন আব্দুর রহমান।[৩]
শিক্ষার্থী ও আসন
[সম্পাদনা]উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে ৩৫০টি, মানবিক বিভাগে ৪৭০টি ও বাণিজ্য বিভাগে ২০০ টি মিলে মোট ৯৭০টি আসন রয়েছে।[৪]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩১।
- ↑ ডেস্ক, প্রথম আলো (২০২২-০৯-০৭)। "জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে অঞ্চলভিত্তিক সেরা কলেজ যেগুলো"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩১।
- ↑ "নারী শিক্ষায় অবদান রাখছে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ"। banglanews24.com। ২০১২-১০-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩১।
- ↑ "Kurigram Govt.mohila College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩১।