বিষয়বস্তুতে চলুন

কুক্কুরী পা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুক্কুরী পা

'কুক্কুরী পা বা কুক্কুরীপাদ বৌদ্ধ ধর্মের চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন।

পরিচয়

[সম্পাদনা]

মহাসিদ্ধ কুক্কুরী পা বাংলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে বৌদ্ধ তন্ত্রে দীক্ষালাভ করেন। তিনি বৌদ্ধ তন্ত্র সাধনায় মহামায়া সাধনার সূচনা করেন। ব্স্তান-'গ্যুর গ্রন্থসঙ্কলনে তার লেখা ছয়টি তন্ত্র সম্বন্ধীয় গ্রন্থের উল্লেখ রয়েছে। তিনি চর্যাপদে চারটি গীত বা পদ রচনা করেন।[]:৫৯২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব, নীহাররঞ্জন রায়, দে’জ পাবলিশিং, কলকাতা, চতুর্থ সংস্করণ, অগ্রহায়ণ, ১৪১০ বঙ্গাব্দ, আইএসবিএন ৮১-৭০৭৯-২৭০-৩