কিরণ দেসাই
কিরণ দেসাই | |
---|---|
![]() ২০১৫ সালে দেসাই | |
স্থানীয় নাম | किरण देसाई |
জন্ম | [১] চন্ডিগড়, ভারত | ৩ সেপ্টেম্বর ১৯৭১
পেশা | লেখিকা |
ভাষা | ইংরেজি |
জাতীয়তা | মার্কিন |
শিক্ষা প্রতিষ্ঠান | বেনিংটন কলেজ হলিন্স বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
ধরন | উপন্যাস |
উল্লেখযোগ্য রচনাবলি | দ্য ইনহেরিটেন্স অফ লস |
উল্লেখযোগ্য পুরস্কার | ম্যান বুকার পুরস্কার |
সক্রিয় বছর | ১৯৯৮-বর্তমান |
আত্মীয় | অনিতা দেসাই (মাতা) |
কিরণ দেসাই (किरण देसाई; জন্ম: ৩ সেপ্টেম্বর, ১৯৭১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা। তিনি তার দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসের জন্য ২০০৬ সালে ম্যান বুকার পুরস্কার এবং ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল ফিকশন পুরস্কার লাভ করেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কিরণ দেসাই ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর ভারতের চন্ডিগড়ে জন্মগ্রহণ করেন। তার মা অনিতা দেসাই একজন সাহিত্যিক। তিনি তিনবার ম্যান বুকার পুরস্কার এর জন্য সংক্ষিপ্ত তালিকায় আসেন। কিরণের শৈশব কাটে পুনে ও মুম্বাইতে। তিনি ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল এ পড়াশুনা করেন। ১৪ বছর বয়সে তিনি ও তার মা ভারত ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান এবং এক বছর পরে তিনি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।[২] সেখানে কিরণ বেনিংটন কলেজ, হলিন্স বিশ্ববিদ্যালয় ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সৃজনশীল রচনা বিষয়ে পড়াশুনা করেন।
সাহিত্যজীবন
[সম্পাদনা]কিরণের প্রথম উপন্যাস হুলাবালু ইন দ্য গুয়াভা অর্চার্ড ১৯৯৮ সালে প্রকাশিত হয়। সালমান রুশদির মত খ্যাতনামা সাহিত্যিক তার এই উপন্যাসের প্রশংসা করেন।[৩] এই বইয়ের জন্য বিটি ট্রাস্ক পুরস্কার অর্জন করেন।[৪]
তার দ্বিতীয় উপন্যাস দ্য ইনহেরিটেন্স অফ লস ২০০৬ সালে প্রকাশিত হয়। বইটি এশিয়া, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশংসিত হয়। এই উপন্যাস রচনার জন্য তিনি ২০০৬ সালে ম্যান বুকার পুরস্কার[৫] এবং ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল ফিকশন পুরস্কার লাভ করেন।[৬]
২০০৭ সালের মে মাসে এশিয়া হাইজ ফেস্টিভাল অফ কোল্ড লিটারেচার এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে ফিচার সাহিত্যিক করা হয়। ২০০৮ সালের আগস্ট মাসে তিনি বিবিসি বেতার ৩ এ মাইকেল বার্কলির উপস্থাপনায় জীবনীমূলক সঙ্গীতালাপ অনুষ্ঠান প্রাইভেট প্যাশন্স-এ অতিথি হিসেবে আমন্ত্রিত হন।[৭] ২০১১ সালে তিনি এবং অরহান পামুক শ্রীলঙ্কার গল সাহিত্য পুরস্কারে আমন্ত্রিত হলেও পরে তারা সেই উৎসব থেকে নাম প্রত্যাহার করেন।[৮]
২০১৩ সালে বার্লিনে মার্কিন একাডেমিতে বার্লিন পুরস্কারের ফেলোশিপ লাভ করেন।
সাহিত্যকর্ম
[সম্পাদনা]- হুলাবালু ইন দ্য গুয়াভা অর্চার্ড (১৯৯৮)
- দ্য ইনহেরিটেন্স অফ লস (২০০৬)
পুরস্কার
[সম্পাদনা]- ম্যান বুকার পুরস্কার, ২০০৬
- ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল ফিকশন পুরস্কার, ২০০৬
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৩ সেপ্টেম্বর, ১৯৭১"। ৩ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "'What does it mean to be an immigrant?'"। রেডিফ। ৩০ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "Hullabaloo In The Guava Orchard"। বুকব্রাউজ। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "The Betty Trask Prize and Awards"। ক্রিস্টচার্চ সিটি লাইব্রেরি। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "৩ জন লেখক"। দৈনিক ইত্তেফাক। ৭ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ Italie, Hillel (৯ মার্চ ২০০৭)। "Desai's 'Inheritance' Wins Book Critics Circle Award"। ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "Kiran Desai"। বিবিসি। ১০ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ↑ "গল সাহিত্য উৎসবে পামুক ও কিরণ দেসাইর যোগদানে জটিলতা"। দৈনিক কালের কণ্ঠ। ২৩ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৭।
- ১৯৭১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ২১শ শতাব্দীর ভারতীয় ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ২০শ শতাব্দীর মার্কিন ঔপন্যাসিক
- ২১শ শতাব্দীর মার্কিন ঔপন্যাসিক
- বেনিংটন কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- হলিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন হিন্দু
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী
- দিল্লির লেখিকা
- চণ্ডীগড়ের লেখিকা
- ভারতীয় নারী ঔপন্যাসিক
- মার্কিন নারী ঔপন্যাসিক
- জার্মান বংশোদ্ভূত ভারতীয় ব্যক্তি
- বুকার পুরস্কার বিজয়ী লেখিকা
- বুকার পুরস্কার বিজয়ী
- ২১শ শতাব্দীর মার্কিন নারী
- ২০শ শতাব্দীর মার্কিন লেখিকা
- ২১শ শতাব্দীর মার্কিন লেখিকা
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখক
- ভারতের ইংরেজি ভাষার লেখক