কিয়েভ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিয়েভ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
অবস্থানইউক্রেন কিয়েভ, ইউক্রেন
প্রতিষ্ঠিত২০১২
উৎসবের তারিখএপ্রিল
ভাষাআন্তর্জাতিক
ওয়েবসাইটhttp://www.kisff.org

কিয়েভ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (কেআইএসএফএফ) একটি বার্ষিক উত্‍সব, যা কিয়েভ এ অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে শ্রোতাদের পরিচিত করার লক্ষ্যে এই উত্‍সব অনুষ্ঠিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

কিয়েভ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের কাজটি ২০১১ সালে শুরু হয়েছিল এবং এটি ২০১২ সালের বসন্তে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে এটি বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসবটি একটি স্বতন্ত্র, অলাভজনক, বেসরকারী সংস্থা, যার মূল লক্ষ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচার করা।[১]

জুরি[সম্পাদনা]

উৎসব প্রশাসনের দ্বারা উত্‍সব জুরি নির্বাচিত হয়। কিছু বিদেশী অতিথি এবং ইউক্রেনীয় চলচ্চিত্রের প্রতিনিধিরা এতে থাকেন। জুরি সদস্যরা সাধারণত আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত বিশিষ্ট পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা হয়ে থাকেন।[২]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "History - KISFF"। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "JURY"KISFF | Kyiv International Short Film Festival (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৪