কিম সুং-গিউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিম সুং-গিউ
২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে সুং-গিউ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান উলসান, দক্ষিণ কোরিয়া
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাশিওয়া রেইসোল
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়
২০০৩–২০০৫ হুন্দাই মিডল স্কুল
২০০৬–২০০৮ উলসান হুন্দাই হাই স্কুল
২০০৬–২০১২ উলসান হুন্দাই
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০১৫ উলসান হুন্দাই ১১৪ (০)
২০১৬–২০১৯ ভিসেল কোবে ১০৭ (০)
২০১৯ উলসান হুন্দাই ১৬ (০)
২০২০– কাশিওয়া রেইসোল ৬৪ (০)
জাতীয় দল
২০০৬–২০০৭ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৭ ১৭ (০)
২০০৮–২০০৯ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ ১৬ (০)
২০০৯–২০১৪ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ ১৫ (০)
২০১৩– দক্ষিণ কোরিয়া ৬১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:১৭, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৭, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কিম সুং-গিউ (কোরীয়김승규; হাঞ্জা金承奎, ইংরেজি: Kim Seung-gyu; জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৯০) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিওয়া রেইসোল এবং দক্ষিণ কোরিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২][৩]

২০০৬ সালে, সুং-গিউ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৮ বছর যাবত দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

কিম সুং-গিউ ১৯৯০ সালের ৩০শে সেপ্টেম্বর তারিখে দক্ষিণ কোরিয়ার উলসানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

সুং-গিউ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৭, দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ এবং দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৮ বছরে ৪৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৩ সালের ১৪ই আগস্ট তারিখে, ২২ বছর, ১০ মাস ও ১৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সুং-গিউ পেরুর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ কোরিয়ার হয়ে অভিষেক করেছেন।[৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৫] ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৬] ম্যাচটি ০–০ গোলে ড্র করেছিল।[৭] দক্ষিণ কোরিয়ার হয়ে অভিষেকের বছরে সুং-গিউ সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৬ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
দক্ষিণ কোরিয়া ২০১৩
২০১৪
২০১৫ ১১
২০১৬
২০১৭
২০১৮ ১০
২০১৯ ১১
২০২১
২০২২
সর্বমোট ৬২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "選手一覧 – 柏レイソル" [খেলোয়াড়ের তালিকা – কাশিওয়া রেইসোল]। reysol.co (জাপানি ভাষায়)। কাশিওয়া, চিবা প্রশাসনিক অঞ্চল, জাপান: কাশিওয়া রেইসোল। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  2. "Team – Players – KASHIWA Reysol" [দল – খেলোয়াড় – কাশিওয়া রেইসোল]। reysol.co (ইংরেজি ভাষায়)। কাশিওয়া, চিবা প্রশাসনিক অঞ্চল, জাপান: কাশিওয়া রেইসোল। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  3. "Kashiwa Reysol – J.LEAGUE" [কাশিওয়া রেইসোল – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  4. "Korea Republic vs. Peru - 14 August 2013"Soccerway। ২০১৩-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 
  5. "South Korea - Peru 0:0 (Friendlies 2013, August)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 
  6. "South Korea - Peru, Aug 14, 2013 - International Friendlies - Match sheet"Transfermarkt। ২০১৩-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 
  7. Strack-Zimmermann, Benjamin (২০১৩-০৮-১৪)। "South Korea vs. Peru"National Football Teams। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]