কিনি হ্রদ

স্থানাঙ্ক: ৫৩°০৪′৫৭″ উত্তর ১১৯°১১′৩৪″ পশ্চিম / ৫৩.০৮২৫০° উত্তর ১১৯.১৯২৭৮° পশ্চিম / 53.08250; -119.19278
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিনি হ্রদ
অবস্থানরবসন পর্বত প্রাদেশিক উদ্যান, ব্রিটিশ কলাম্বিয়া
স্থানাঙ্ক৫৩°০৪′৫৭″ উত্তর ১১৯°১১′৩৪″ পশ্চিম / ৫৩.০৮২৫০° উত্তর ১১৯.১৯২৭৮° পশ্চিম / 53.08250; -119.19278
প্রাথমিক অন্তর্প্রবাহরবসন নদী
প্রাথমিক বহিঃপ্রবাহরবসন নদী
অববাহিকার দেশসমূহকানাডা

কিনি হ্রদ (ইংরেজিঃKinney Lake) কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রবসন পর্বত প্রাদেশিক উদ্যানের অন্তর্গত একটি পর্বত বেস্টিত হ্রদ[১] হ্রদটি রবসন পর্বতসিনামন পর্বতচূড়ার মধবর্তী পাদদেশে এবং (আপার ফ্রেজার নদী'র উপনদী) রবসন নদী প্রবাহের মধস্থিত জলাভূমি। এটির অন্ত ও বহিঃপ্রবাহ রবসন নদী ও আশেপাশের পর্বতে বারিপাতের প্রবাহ হতে সৃষ্ঠ।[২] এই অঞ্চলের প্রথম অভিযাত্রী কানাডিয় ভূতত্ত্ববিদ আর্থার ফিলিমন কোলম্যান তার বন্ধু জর্জ কিনি'র নামানুসারে ১৯০৭ সালে এই হ্রদের নামকরণ করেছিলেন। জর্জ কিনি এই হ্রদটির অবস্থান প্রথম চিহ্নিত করেছিলেন।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯০৭ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক আর্থার ফিলিমন কোলম্যান তার অভিযাত্রী বন্ধু পাদ্রি জর্জ কিনি'র নামানুসারে এই হ্রদের নামকরণ করেছিলেন। জর্জ কিনি এবং ডোনাল্ড 'কার্লি' ফিলিপসকে রবসন পর্বতের প্রথম আরোহণকারীর কৃতিত্ব দেয়া হয়। ১৯০৯ সালের আগস্টে তারা রবসন পর্বত জয় করেছিলেন। পরবর্তীতে জর্জ কিনি তার এক স্মৃতিকথায় তার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন।[১]

(ইংরেজি)

«...our trip [in 1907] left Mt. Robson still unconquered, though we explored its western side, and I discovered Mt. Turner and The Valley of a Thousand Falls..." and "...the lake that Dr. Coleman named after me...[৩]»

(বাংলা)

«আমাদের [১৯০৭ সালের] ভ্রমণে রবসন পর্বত এখনো অজেয় ছিল, যদিও আমরা এটির পশ্চিম দিক অনুসন্ধান করেছিলাম, এবং আমি টার্নার পর্বত ও হাজার জলপপাতের উপত্যাকা আবিষ্কার করেছিলাম...এবং...হ্রদটি, যেটির নাম ড. কোলম্যান আমার নামানুসারে রেখেছিল»

১৯১১ সালে এ ও হুইলারের 'রবসন পর্বত মানচিত্রে' হ্রদটি প্রথম অন্তর্ভুক্ত হয় এবং ১৯১২ সালের ২ এপ্রিল কানাডিয় আলপাইন জার্নাল তাদের সাময়ীকিতে মানচিত্রটি অন্তর্ভুক্ত করে।[১]

অবস্থান ও অভিগম্যতা[সম্পাদনা]

কিনি হ্রদ, এটির মূল প্রবাহ রবসন নদীর উৎস হতে মোহনার পর্যন্ত মোট দৈর্ঘ্যের ঠিক মাঝামাঝি জায়গায় রবসনসিনামন পর্বতচূড়ার অবস্থিত। বার্গ হ্রদের মেঠোপথ ধরে ৪.২ কিলোমিটার পর এই হ্রদের দেখা মিলে। হ্রদের পাড়ে একটি তাবুতে রাত্রিযাপনের স্থান আছে।[২]

২০২১ সালের এপ্রিলে কিনি হ্রদ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BC Geographical Names"apps.gov.bc.ca। ২০২১-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭ 
  2. কোলম্যান, আর্থার ফিলিমন (২০০৬)। The Canadian Rockies: New and Old Trails (ইংরেজি ভাষায়)। রকি মাউন্টেন বুকস লিমিটেড। পৃষ্ঠা ১৪৫,১৬২,১৬৮,১৮২,১৯৩। আইএসবিএন 9781894765763। ১৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১ 
  3. Kinney, George (১৯১০)। "To The Top of Mount Robson" [রবসন পর্বতের চূড়ার পথে]। Canadian Alpine Journal (ইংরেজি ভাষায়)। (২): ২১-৪৪।