কালি লিনাক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালি লিনাক্স
ডেভলপারঅফেনসিভ সিকিউরিটি
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
প্রাথমিক মুক্তি১৩ মার্চ ২০১৩ (১১ বছর আগে) (2013-03-13)[১]
সর্বশেষ মুক্তি২০২০.১[২] / ৩ ফেব্রুয়ারি ২০২০; ৪ বছর আগে (2020-02-03)
হালনাগাদের পদ্ধতিএপিটি
প্যাকেজ ম্যানেজারডিপিকেজি
কার্নেলের ধরনমনোলিথিক কার্নেল (লিনাক্স)
ব্যবহারকারী ইন্টারফেসগ্নোম ৩
লাইসেন্সবিভিন্ন
ওয়েবসাইটwww.kali.org

কালি লিনাক্স (ইংরেজি: Kali Linux) একটি ডেবিয়ান ভিত্তিক গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা ডিজাইন করা হয়েছে আধুনিক ফরেনসিক এবং অনুপ্রবেশ মূল্যায়নের(পেনেট্রেশন টেস্টিং) জন্য। এটি পরিচালনা ও অর্থদান করে অফেনসিভ সিকিউরিটি লিমিটেড। মাটি আহার্নি,ডেভান কেয়ার্ন্স এবং রাফায়েল হার্টজগ কালি লিনাক্সের প্রধান উন্নয়নকারী।

উন্নয়ন[সম্পাদনা]

কালি লিনাক্সে প্রায় ৬০০-এর মত পূর্ব থেকে ইন্সটল করা অনুপ্রবেশ মূল্যায়ন(পেনেট্রেশান টেস্টিং) প্রোগ্রাম থাকে।[৩], যেমন- আর্মিটেজ (গ্রাফিক্যাল সাইবার এটাক ব্যবস্থাপনা টুল), এনম্যাপ ( পোর্ট স্ক্যানার), ওয়ারশার্ক (প্যাকেট এনালাইজার), জন দ্য রিপার পাসওয়ার্ড ক্র‍্যাকার, এয়ারক্র‍্যাক-এনজি (বেতার লেনের অনুপ্রবেশ মূল্যায়নের জন্যে সফটওয়্যার স্যুট), বুর্প স্যুট ইত্যাদি।[৪][৫] কালি লিনাক্স হার্ডডিস্কে যেমন ইন্সটল করা যায় তেমনি লাইভ সিডি, লাইভ ইউএসবি দিয়েও বুটেড করা যায় অথবা এটা ভার্চুয়াল মেশিনেও চালানো যায়। এটি মেটাস্পলেয়েট প্রকল্প সমর্থিত একটি মেটাস্পলেয়েট ফ্রেমওয়ার্ক যেটা নিরাপত্তা নিয়ে কাজ করে।[৪]

অফেনসিভ সিকিউরিটি সিস্টেমের মাটি আহার্নি এবং ডেভ কেয়ার্ন্স তাদের পূর্বের ফরেনসিক লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যাকট্র্যাক এর সংস্কার করে কালি লিনাক্স উন্নয়ন করেন। পরে তাদের সাথে তৃতীয় কোর ডেভেলপার হিসাবে ডেবিয়ান দক্ষ রাফায়েল হার্টজগ যোগ দেন।[৬] কালি লিনাক্স ডেবিয়ান জেসি থেকে নির্মিত। এর বেশীরভাগ প্যাকেজ ডেবিয়ান থেকে নেওয়া।[৭]

কালি লিনাক্স কঠোর গোপনীয়তায় উন্নয়ন করা হয়, যেখানে শুধুমাত্র বিশ্বস্ত লোককে প্যাকেজ সমর্পন করার অনুমতি দেয়া হয়। কালিতে ৮০২.১১ ওয়্যারলেস ইনজেকশন জন্য প্যাচযুক্ত একটি কাস্টম কার্নেল রয়েছে। এটি প্রাথমিকভাবে যোগ করা হয়েছিল কারণ উন্নয়নকারী দল দেখেছিল তাদের ওয়াইফাই মূল্যায়ন করতে হয়।

আবশ্যক[সম্পাদনা]

  • কালি লিনাক্স ইনস্টলেশনের জন্য হার্ড ডিস্কে সর্বনিন্ম ২০ গিগাবাইট জায়গা প্রয়োজন [৮]
  • আই৩৮৬(i386) এবং এএমডি৬৪ স্থাপত্যের জন্য কমপক্ষে ২ জিবি র‍্যাম
  • একটি বুটযোগ্য সিডি-ডিভিডি ড্রাইভ বা একটি ইউএসবি স্টিক।

'অথবা'

সমর্থিত প্ল্যাটফর্ম[সম্পাদনা]

কালি লিনাক্স ৩২ বিট ও ৬৪ বিটের x৮৬ বেজড হোস্ট এআরএম আর্কিটেকচারে সমর্থন করে।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড যন্ত্রে চালানোর জন্যে কালি নেটহান্টার নামে কালি লিনাক্সের একটি আলাদা প্রকল্প রয়েছে।[১০]

কালি সম্প্রদায়ের সদস্য বিংকিবিয়ার এবং অফেনসিভ সিকিউরিটির যৌথ প্রচেষ্টায় এটি নেক্সাস ডিভাইসের জন্যে প্রথম মুক্ত সোর্স পেনেট্রেশান টেস্টিং প্ল্যাটফরম। এটা ওয়্যারলেস ৮০২.১১ ফ্রেম ইনজেকশন, ওয়ান ক্লিক এমএএনএ ইভিল এক্সেস পয়েন্ট সেটআপ, এইচআইডি কি-বোর্ড, এবং সাথে সাথে ব্যাড ইউএসবি এমআইটিএম এটাক সাপোর্ট করে। [১০]

কালি লিনাক্স এর পূর্বসুরী ব্যাকট্র‍্যাকে ফরেনসিক মুড নামক একটি মুড ছিলো, যেটা কালিতে লাইভ বুটের মাধ্যমে আনা হতো। বিভিন্ন কারণে এ মুড খুবই জনপ্রিয়, আংশিক কারণ অনেক কালি ব্যবহারকারীরই বুটযোগ্য ইউএসবি ড্রাইভ অথবা সিডি রয়েছে, এবং এ অপশনটি কালিকে একটি ফরেনসিক কাজে প্রয়োগ করাটাকে সহজ করে দেয়। যখন ফরেনসিক মুডে বুট হয়, সিস্টেম অভ্যন্তরীণ হার্ড ড্রাইভ বা সোয়াপ স্পেস স্পর্শ করে না এবং স্বয়ংক্রিয় মাউন্ট নিষ্ক্রিয় করা থাকে। যাইহোক, ডেভেলপাররা সুপারিশ করে যে, ব্যবহারকারীরা যেন কালি ব্যবহার করে সরাসরি সত্যিকারের ফরেনসিকের আগে এই বৈশিষ্ট্যগুলির ব্যাপকভাবে পরীক্ষা করে নেয়।[১১]

টুল[সম্পাদনা]

কালি লিনাক্সে নিচের নিরাপত্তা টুলগুলো অন্তর্ভুক্ত থাকে:[১২]

  • এয়ারক্র‍্যাক-এনজি
  • বুর্প স্যুট
  • সিসকো গ্লোবাল এক্সপ্লোয়টার, সিসকো নেটওয়ার্ক সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে ব্যবহার করা একটি হ্যাকিং টুল
  • এটারক্যাপ
  • জন দ্য রিপার
  • কিসমেট
  • মালটেগো
  • মেটাস্পলেয়েট
  • এনম্যাপ
  • ওউসাপ জ্যাপ
  • সোশ্যাল ইনজিনিয়ারিং টুল
  • ওয়ারশার্ক
  • হাইড্রা
  • রিভার্স ইনজিনিয়ারিং টুল
  • বিনওয়াক, ফোরমোস্ট, ভোলাটিলিটির মত ফরেনসিক টুল ইত্যাদি

এই টুলগুলো বেশ কিছু উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যার অধিকাংশই ভিকটিম নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক আবিষ্কার করা, বা একটি টার্গেট আইপি ঠিকানা স্ক্যান অন্তর্ভুক্ত। পূর্ববর্তী সংস্করণ (ব্যাকট্র্যাক) থেকে অনেকগুলো সরঞ্জাম বাদ বাদ দিয়ে জনপ্রিয় অনুপ্রবেশ পরীক্ষার(পেনেট্রেশান টেস্টিং) অ্যাপ্লিকেশনের উপর দৃষ্টি আরোপ করা হয়েছে।

জনপ্রিয় সংস্কৃতি[সম্পাদনা]

কালি লিনাক্সের লোগো টিভি সিরিজ মি. রোবটের(২০১৫) প্রথম সিজনের ৫ম এপিজোডের ব্যাকগ্রাউন্ডে উপস্থিত হয়। কালি লিনাক্স লোগো ওয়ালপেপার হিসাবে আবার উপস্থিত হয় ১ম, ৯ম এপিজোডে, এবং একই সিরিজির ৬ষ্ঠ ও ৭ম এপিজোডে আরও স্পষ্টভাবে উপস্থিত হয়, যেখানে প্রধান দুটি চরিত্র এঞ্জেলা ও ডার্লিনকে ব্যবহার করতে দেখা যায়। সিজন ২-এর ২০ম এপিজোডে এ অপারেটিং সিস্টেম নামাতে ও ইন্সটল করতে দেখা যায়। এটা ওয়ালপেপার হিসাবে রোমেরোর হোম পিসিতে পূনর্বার দেখা যায়। আবার একদম সাপ্রতিক সিজন ৩, ২য় এপিজোডে সিরিজের নায়ক এলিয়ট কর্তৃক যেখানে কর্মসংস্থান করা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দাপ্তরিক কালি লিনাক্স-মুক্তির ইতিহাস"। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮ 
  2. কালি লিনাক্স ২০২০.১ মুক্তি| কালি লিনাক্স[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পেনেট্রেশান টেস্টিং টুল - কালি লিনাক্স"tools.kali.org 
  4. "কালি লিনাক্স ব্যাকট্র্যাকের এন্টারপ্রাইজ সংস্করণ হিসাবে আসছে"। দ্য এইচ। মার্চ ১৩, ২০১৩। 
  5. "কালি লিনাক্স ম্যাটাপ্যাকেজ"। অফেনসিভ সিকিউরিটি। ২৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৮ 
  6. "ক্সলি লিনাক্সের জন্ম"। অফেনসিভ সিকিউরিটি। ডিসেম্বর ১২, ২০১২। ৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৮ 
  7. "ডেবিয়ানের সাথে কালির সম্পর্ক"। কালি লিনাক্স। মার্চ ১১, ২০১৩। ১৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫ 
  8. "কালি লিনাক্স হার্ড ডিস্কে ইন্সটল করুন"docs.kali.org। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনে ইন্সটল করুন"www.virtualbox.org। সংগ্রহের তারিখ মার্চ ০৩, ২০২০  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "কালি লিনাক্স নেটহানটার"। ২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২০, ২০১৮ 
  11. "কালি লিনাক্স ফরেনসিক মুড" 
  12. "কালি লিনাক্স টুলের তালিকা"। অফেনসিভ সিকিউরিটি। সংগ্রহের তারিখ জুলাই ২০, ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]