কালিদাস বৈদ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের হিন্দু বিচ্ছিন্নতাবাদী নেতা

ডা. কালিদাস বৈদ্য
জন্ম১ মার্চ ১৯২৮
মৃত্যু২৫ অক্টোবর ২০১০
জাতীয়তাবাঙালি
নাগরিকত্বভারতীয়
পেশাচিকিৎসক, রাজনীতিক
প্রতিষ্ঠানবঙ্গভূমি আন্দোলন, নিখিল বাংলা নাগরিক সংঘ, বঙ্গসেনা
পরিচিতির কারণবিচ্ছিন্নতাবাদী আন্দোলন, হিন্দুত্ববাদী আন্দোলন
উল্লেখযোগ্য কর্ম
বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব
আন্দোলনবঙ্গভূমি
পিতা-মাতা
  • রাজেন্দ্রনাথ বৈদ্য (পিতা)
  • গুণময়ী বৈদ্য (মাতা)

কালিদাস বৈদ্য (১ মার্চ ১৯২৮- ২৫ অক্টোবর ২০১০) বাংলাদেশের হিন্দু জাতীয়তাবাদীবিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা। যিনি স্বাধীন বঙ্গভূমি আন্দোলন নামে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন। যা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছিল। [১]

জন্ম[সম্পাদনা]

ডা. কালিদাস বৈদ্য ১৯২৮ সালের ১ মার্চ বাংলাদেশের (তৎকালীন) বরিশাল জেলার অন্তর্গত পিরোজপুর মহকুমার সামন্তগাতি গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা রাজেন্দ্রনাথ বৈদ্য ও মা গুণময়ী বৈদ্য। তার ছোট কাকা হরিদাস বৈদ্য ছিলেন গ্রামের প্রথম গ্রাজুয়েট।[২]

কর্মজীবন[সম্পাদনা]

ডা. কালিদাস বৈদ্যের পরিবার ১৯৪৭ সালের দেশবিভাগের সময় কলকাতায় চলে যান। তবে ১৯৫০ সালে পাকিস্তান ভাঙার ব্রত নিয়ে চিত্তরঞ্জন সুতারনিরদ মজুমদারের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের বাঙালির মহান মুক্তিযুদ্ধে অবদান রাখেন তিনি।[২]

বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব[সম্পাদনা]

২০০৫ সালের কলকাতা বইমেলায় কালিদাস বৈদ্যের একটি গ্রন্থ প্রকাশিত হয় বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব শিরোনামে। যেখানে তিনি তার জীবন ও পাকিস্তানের পূর্বাপর ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। বিতর্কিত এ বইতে তিনি দাবি করেছেন ১৯৭১ সালে ৩০ লক্ষ হিন্দুকে হত্যা করা হয়েছে। তাছাড়া শেখ মুজিবুর রহমানের নির্দেশেই টিক্কা খান ২৫শে মার্চের গণহত্যা চালিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ডা. কালিদাস বৈদ্য।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বিশেষ প্রতিবেদন (১ এপ্রিল ২০১৭)। "কালীদাস বৈদ্যের বই এবং আমাদের স্বাধীনতা প্রসঙ্গে"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  2. বৈদ্য, কালিদাস (২০০৬)। বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব। কলকাতা: শ্রী শঙ্কর কর্মকার। 
  3. বিশেষ প্রতিবেদক (১ এপ্রিল ২০১৭)। "কালীদাস বৈদ্যের বই এবং আমাদের স্বাধীনতা প্রসঙ্গে"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২