কালার ইয়েলো প্রোডাকশন
অবয়ব
ধরন | লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | চলচ্চিত্র |
প্রতিষ্ঠাকাল | ২০১১ |
প্রতিষ্ঠাতা | আনন্দ এল. রাই |
সদরদপ্তর | মুম্বাই, ভারত |
প্রধান ব্যক্তি | আনন্দ এল. রাই হিমাংশু শর্মা |
পণ্যসমূহ | চলচ্চিত্র প্রযোজনা |
ওয়েবসাইট | colouryellow |
কালার ইয়েলো প্রোডাকশন ২০১১ সালে আনন্দ এল. রাই প্রতিষ্ঠিত ভারতের মুম্বাইতে অবস্থিত একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। তনু ওয়েডস মনু হল এই সংস্থাটির সর্বপ্রথম প্রযোজিত চলচ্চিত্র।
প্রযোজিত চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা বোঝায় |
বছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | মন্তব্য |
---|---|---|---|---|
২০১১ | তনু ওয়েডস মনু | আনন্দ এল. রাই | বিনোদ বচন | |
২০১৩ | রাঞ্ঝনা | কৃষিকা লুল্লা, আনন্দ এল. রাই | ||
২০১৫ | তনু ওয়েডস মনু: রিটার্নস | |||
2016 | নীল বাট্টে সন্নটা | আনন্দ এল. রাই, অজয় জি রাই, অ্যালান ম্যাকলেক্স | ||
হ্যাপি ভাগ যায়েগি | মুদাসার আজিজ | কৃষিকা লুল্লা, আনন্দ এল. রাই | ||
২০১৭ | শুভ মঙ্গল সাবধান[১] | আরএস প্রসন্ন | ||
২০১৮ | মুক্কাবাজ | অনুরাগ কাশ্যপ | আনন্দ এল. রাই, অনুরাগ কাশ্যপ | |
মেরি নিম্মো | রাহুল গনরে শঙ্কল্যা | আনন্দ এল. রাই | ||
হ্যাপি ফির ভাগ যায়েগি | মুদাসার আজিজ | কৃষিকা লুল্লা, আনন্দ এল. রাই | ||
মনমর্জিয়া | অনুরাগ কাশ্যপ | আনন্দ এল. রাই, অনুরাগ কাশ্যপ | ||
তুম্বাড | রাহি অনিল বার্ভ, আদেশ প্রসাদ | সোহুম শাহ, আনন্দ এল. রাই, মুকেশ শাহ, অমিত শাহ | ||
মুঠো | গীতু মোহনদাস | আনন্দ এল. রাই, অনুরাগ কাশ্যপ | ||
জিরো | আনন্দ এল. রাই | গৌরী খান, আনন্দ এল. রাই | ||
২০১৯ | লাল কাপ্তান | নবদীপ সিং | আনন্দ এল. রাই, সুনীল লুল্লা | |
২০২০ | শুভ মঙ্গল জ্যাদা সাবধান | হিতেশ কেওয়ালয়া | আনন্দ এল. রাই, ভূষণ কুমার, হিমাংশু শর্মা | |
২০২১ | হাসীন দিলরুবা | বিনিল ম্যাথিউ | আনন্দ এল. রাই, হিমাংশু শর্মা | নেটফ্লিক্স |
অতরঙ্গি রে
আনন্দ এল. রাই|| আনন্দ এল. রাই, ক্যাপ অব গুড ফিল্মস, ভূষণ কুমার |
ডিজনি+হটস্টার | |||
২০২২ | গুড লাক জেরি | সিদ্ধার্থ সেনগুপ্ত | সুবাস্করন আলিরাজা, আনন্দ এল. রাই | |
রক্ষা বন্ধন | আনন্দ এল. রাই | আনন্দ এল. রাই,অলকা হিরানন্দানি, ক্যাপ অব গুড ফিল্মস | ||
অ্যাকশন হিরো | অনিরুধ আইয়ার | আনন্দ এল. রাই, ভূষণ কুমার, কৃষ্ণ কুমার |
পুরস্কার
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ |
---|---|---|---|
২০১৪ | রাঞ্ঝনা | স্টার গিল্ড পুরস্কার | সেরা সংলাপ [২] |
জি সিনে পুরস্কার | সেরা সংলাপ | ||
২০১৬ | তনু ওয়েডস মনু: রিটার্নস | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা সংলাপ [৩] |
টিওআইএফএ পুরস্কার | সেরা সংলাপ | ||
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা গল্প | ||
সেরা সংলাপ | |||
২০১৯ | তুম্বাড | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা চিত্রগ্রাহক |
সেরা উৎপাদন ডিজাইন | |||
সেরা সাউন্ড ডিজাইন | |||
আইফা পুরস্কার | সেরা সাউন্ড ডিজাইন | ||
সেরা বিশেষ প্রভাব | |||
স্ক্রিন পুরস্কার | সেরা চিত্রগ্রাহক |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Producer Krishika Lulla backs unconventional entertainers"। The Times of India। ৩১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৭।
- ↑ "Star Guild Awards Winners"। India Today। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৪।
- ↑ "Piku, Bajirao, Tanu Weds Manu Returns win big at National Awards"। Times Of India।