কালাচাঁদ বিদ্যালঙ্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কালাচাঁদ বিদ্যালঙ্কার কিশোরী ভজন নামক একটি বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। সম্ভবত তিনি খ্রীষ্টীয় ঊনবিংশ অব্দে বর্তমান ছিলেন।

কালাচাঁদ বিদ্যালঙ্কার ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর পরগণার ফরশাইল বা ফল্লশালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত পণ্ডিত ও পাঠক ছিলেন। তিনি ভাগবতের বহু শ্লোকের অভিনব ব্যাখ্যা করে শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করতেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

জীবনী কোষ - শ্রীশশিভূষণ বিদ্যালঙ্কার - দ্বিতীয় খণ্ড ১৩৪৫ বঙ্গাব্দ