কালবী আবিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালবী আবিদ

মাওলানা সৈয়দ কালবী আবিদ নাকভি (مولانا سيد كلب عابد نقوى) একজন পণ্ডিত ব্যক্তি লক্ষ্ণৌ , ভারতে থাকতেন। তাঁর পিতা সৈয়দ কালবে হুসেন এবং দাদা সৈয়দ আকা হাসান । তাঁর পুত্র সৈয়দ কালবে জাওয়াদও একজন পণ্ডিত এবং ভারতের লক্ষ্ণৌতে শিয়া জনসংখ্যার প্রধান। ১৯৮৬ সালে একটি মজলিস পড়তে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার সাথে জড়িত হয়ে তিনি মারা যান। তিনি সর্বস্তরের এবং বিভিন্ন ধর্মের লোকদের কাছ থেকে সম্মান অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে লখনউয়ের অন্যতম বৃহত্তম শোক সমাবেশের আহ্বান জানানো হয়েছিল। ধর্মকে বোঝার ক্ষেত্রে তাঁর শ্রেষ্ঠত্বের জন্য তাঁকে সমস্ত ধর্মের লোকেরা অত্যন্ত সম্মানিত করেছিলেন। ১৯৮৬ সালে তিনি ইমামবাড়া ঘুফরান মা'আব-এ তাঁর শেষ ১০ সেট মজলিস পড়েন যার শিরোনাম ছিল "মজলিস-এ-আজিম"। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Shia Board "a conspiracy""। Milli Gazette। ১৫ জানুয়ারি ২০০৫।