কালপুরুষ (২০০৫-এর চলচ্চিত্র)
কালপুরুষ | |
---|---|
![]() কালপুরুষের পোস্টার | |
পরিচালক | বুদ্ধদেব দাশগুপ্ত |
প্রযোজক | সঞ্জয় রাউত্রে ঝামু সুখন্দ |
রচয়িতা | বুদ্ধদেব দাশগুপ্ত |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | বিশ্বদীপ দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | সুদীপ চ্যাটার্জি |
সম্পাদক | সঞ্জীব দত্ত |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কালপুরুষ (ইংরেজি নাম: Memories in the Mist) হল বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ও রচিত। ২০০৫ সালের একটি ভারতীয় বাংলা নাট্য চলচ্চিত্র। ছবিটিতে মিঠুন চক্রবর্তী এবং রাহুল বোস প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির ১২০ মিনিটের সংস্করণ প্রদর্শিত হয়। যদিও চলচ্চিত্রটি ২০০৫ সালে শেষ হয়েছিল, এটি ২০০৮ সালে ভারতে মুক্তি পায়। চলচ্চিত্রটি ২০০৬ সালে সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং মিঠুন সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন।[১][২]
কলাকুশলী[সম্পাদনা]
- বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী
- ছেলের চরিত্রে রাহুল বোস
- সুপ্রিয়ার চরিত্রে সমীরা রেড্ডি
- সুদীপ্তা চক্রবর্তী
- লাবণী সরকার
- মীনাক্ষী গোস্বামী
- রাহুল বোসের ছোটবেলার চরিত্রে শ্রমণ মুখার্জি
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "53rd National Film Awards announced - Times Of India"। web.archive.org। ২০১২-১০-২১। ২০১২-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৮।
- ↑ "Lagaan producer Jhamu Sughand passes away"। The Times of India। ২০০৮-০৫-২৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কালপুরুষ (ইংরেজি)