বিষয়বস্তুতে চলুন

কালজু জুরকাতাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কালজু জুরকাতাম (জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৪১) একজন এস্তোনীয় মল্লক্রীড়া প্রতিযোগী। []

তিনি তালিনে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি তারতু স্টেট ইউনিভার্সিটি থেকে গণিতে স্নাতক হন। []

তিনি ১৯৫৬ সালে মল্লক্রীড়া প্রশিক্ষণ শুরু করেন, যার প্রশিক্ষক ছিলেন জান পালিং। ১৯৬০ সাল থেকে তার কোচ ছিলেন হ্যান্স তোরিম। ১৯৬৪-১৯৭১ সালে তিনি সোভিয়েত ইউনিয়ন চ্যাম্পিয়নশিপে ৮টি পদক জিতেছিলেন। তিনি বিভিন্ন মল্লক্রীড়া শাখায় একাধিকবার এস্তোনীয় চ্যাম্পিয়ন। ১৯৬৯ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের জাতীয় মল্লক্রীড়া দলের সদস্য ছিলেন। ১৯৬১-১৯৭১ সালে তিনি এস্তোনীয় জাতীয় মল্লক্রীড়া দলের সদস্য ছিলেন। ১৯৬১-১৯৭১ সালে তিনি এস্তোনীয় হার্ডলে অজেয় ছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kalju_Jurkatamm"esbl.ee। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২