কাম্পিল্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাম্পিল্য ছিল পাঞ্চাল রাজ্যের রাজধানী, যা মহাভারতে উল্লিখিত একটি মহাজনপদ ছিল। কাম্পিল্য ছিল দক্ষিণ পাঞ্চালের রাজধানী এবং অহিচ্ছত্র ছিল উত্তর পাঞ্চালের রাজধানী।[১] মহাভারতের সময় কাম্পিল্য দ্রুপদ দ্বারা শাসিত হয়েছিল। মহাভারতে উল্লেখ আছে যে পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন এবং একচক্রে (ইটাওয়া), (উত্তরপ্রদেশ) অবস্থান করছিলেন তখন তারা জানতে পারেন যে পাঞ্চালের রাজা দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর ঘোষণা করেছিলেন। তাখন তারা দ্রুপদদের রাজধানী কাম্পিল্যায় (কাম্পিল, উত্তরপ্রদেশ) যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Malik, Dr Malti (২০১৬)। History of India (ইংরেজি ভাষায়)। New Saraswati House India Pvt Ltd। পৃষ্ঠা 51-54। আইএসবিএন 978-81-7335-498-4 

বহিঃসংযোগ[সম্পাদনা]