কামসূত্র (কনডম)
অবয়ব
মালিক | জেকে এ্যানসেল লিমিটেড (জেকেএএল) |
---|---|
দেশ | ভারত |
প্রবর্তন | ১৯৯১ |
বাজার | ৭০টি দেশ |
পূর্বসূরি | জেকে কেমিক্যালস লিমিটেড |
ওয়েবসাইট | kamasutra.in |
কামসূত্র কনডম ভারতের দ্বিতীয় বৃহত্তম কনডম ব্র্যান্ড। এটির নির্মাতা জেকে এ্যানসেল লিমিটেড যেটি জেকেএএল নামেও পরিচিত। জেকেএএল হচ্ছে রেমন্ড গ্রুপ এবং এ্যানসেল লিমিটেড এর অধীনে পরিচালিত। ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রতে এ কনডমের নির্মাণ কারখানা অবস্থিত। প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি কনডম এ কারখানায় উৎপাদন করা হয়।
১৯৯১ সালে জেকেএএল তার কার্যক্রম শুরু করে এবং কামসূত্র ঐ বছর থেকেই বাজারজাত করা হয়। রেমন্ড গ্রুপ এবং এ্যানসেল লিমিটেডের যৌথ উদ্যোগের আগে কনডম তৈরি হত রেমন্ড গ্রুপের জেকে কেমিক্যালস লিমিটেডের অধীনে। ১৯৯৬ সাল থেকে এটি যুগ্মভাবে পরিচালিত শুরু হয়।[১]
কামসূত্র বিভিন্ন টাইপের এবং স্বাদের কনডম বের করে থাকে।[২]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "JK Ansell eyes personal care products market"। tradeindia। ২০০৭-০৫-১৬।