কামরুন নাহার ডানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কামরুন নাহার ডানা (জন্ম ১৯৬০) বাংলাদেশের একজন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় ও সংগঠক।[১] তিনি মহিলা ক্রীড়া সংস্থা ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক।[২]

কর্মজীবন[সম্পাদনা]

কামরুন নাহার ডানা ১৯৭৯ সালে তার প্রথম জাতীয় শিরোপা জয় করেন, তিনি মনোয়ার উল আলম বাবুলের সাথে মিশ্র দ্বৈতে এই শিরোপা লাভ করেন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি আরও বারোটি শিরোপা লাভ করেন। সামগ্রিকভাবে, তিনি মহিলাদের এককে তিনবার, মহিলাদের দ্বৈতে চারবার এবং মিশ্র দ্বৈতে ছয়বার শিরোপা জয় করেন।

শিরোপা[সম্পাদনা]

মৌসুম প্রতিযোগিতা ধরন স্থানলাভ নাম
১৯৭৯ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মিশ্র মনোয়ার উল আলম বাবুল / কামরুন নাহার ডানা
১৯৮১ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মিশ্র সুলতান আরেফিন বদর / কামরুন নাহার ডানা
১৯৮১ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের একক কামরুন নাহার ডানা
১৯৮২ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের দ্বৈত কামরুন নাহার ডানা / রাশিদা
১৯৮২ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের একক কামরুন নাহার ডানা
১৯৮৪ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মিশ্র সুলতান আরেফিন বদর / কামরুন নাহার ডানা
১৯৮৪ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের দ্বৈত কামরুন নাহার ডানা / রাশিদা
১৯৮৪ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের একক কামরুন নাহার ডানা
১৯৮৬ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মিশ্র কামরুন নাহার ডানা / শেখ আবুল হাশেম
১৯৮৬ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের দ্বৈত কামরুন নাহার ডানা / নাজিয়া আক্তার যুথী
১৯৮৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মিশ্র শেখ আবুল হাশেম / কামরুন নাহার ডানা
১৯৮৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহিলাদের দ্বৈত কামরুন নাহার ডানা / নাজিয়া আক্তার যুথী
১৯৯০ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মিশ্র শেখ আবুল হাশেম / কামরুন নাহার ডানা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রতিবেদক, নিজস্ব (১৭ সেপ্টেম্বর ২০১৩)। "কামরুন নাহার ডানা ট্রেনে চড়তে ভালোবাসেন, মেয়ে স্কুটিতে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১ 
  2. "ইংল্যান্ডেরই সম্ভাবনা দেখছি"বাংলাদেশ প্রতিদিন। ৩ জুলাই ২০১৮।