কামতা এসএন উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামতা সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়
কামতা এস, এন উচ্চ বিদ্যালয়
অবস্থান
ভান্ডারগ্রাম, নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ।
তথ্য
বিদ্যালয়ের ধরনমাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯১৩
বিদ্যালয় বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড
ইআইআইএন১২৩৭০৫
প্রধান শিক্ষকসরদার আব্দুল হামিদ
ভাষাবাংলা

কামতা এসএন উচ্চ বিদ্যালয় নওগাঁ জেলা একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্টপোষকতায় ১৯১৩ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। [১][২]

কামতা এসএন সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়টি রবীন্দ্র নিদর্শন এবং সমগ্র বাংলাদেশের মধ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ট পোষকতায় তৎকালিন সময়ে দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান।

অবস্থান[সম্পাদনা]

কামতা এস,এন উচ্চ বিদ্যালয় রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগর থানার অন্তর্গত। এটি পারইল ইউনিয়ন ভান্ডারগ্রামে অবস্থিত।[৩]

কামতা এস,এন (সত্যেন্দ্রনাথ) উচ্চ বিদ্যালয় নওগাঁ জেলা শহর থেকে মাত্র ২১ কিলোমিটার। এছাড়া, পূর্বে অবস্থিত বগুড়া জেলা শহর থেকে ৪৬ কিলোমিটার, উত্তর নাটোর জেলা শহর থেকে ৫৭ কিলোমিটার।

ইতিহাস[সম্পাদনা]

কামতা এস,এন (সত্যেন্দ্রনাথ) উচ্চ বিদ্যালয়টি রবীন্দ্র নিদর্শন এবং সমগ্র বাংলাদেশের মধ্য বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ট পোষকতায় তৎকালিন সময়ে দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৮৫ সালের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার পৈত্রিক সূত্রে পাওয়া কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশুনার জন্য ভান্ডার গ্রামে স্থাপন করেন দ্বিতীয় কাচারী বাড়ি। এলাকার জমিদারীর ম্যানেজার ছিলেন শিক্ষানুরাগী বাবুপ্যারী মোহন রায়। তারই সার্বিকর্বি প্রচেষ্টার ফলে এই বিদ্যালয়টি অত্র এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়।[৪]

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন প্রজাদের জীবন যাত্রার মান উন্নয়নে শিক্ষার প্রয়োজন। শিক্ষার আলো ছাড়া প্রজাদের সার্বিকর্বি উন্নয়ন একেবারেই সম্ভব নয়। সে উপলব্ধি থেকেই স্থানীয় কিছু শিক্ষানুরাগী তৎকালীন সমাজ সেবক ও পঞ্চপ্রধান মৌলভী মো: ইকিমুল্লাহ ও স্থানীয় পন্ডিতদের সহায়তায় এই প্রত্যন্ত ভান্ডার গ্রামে বিশ্বকবির ভাই সত্যেন্দ্রনাথের (এস,এন) নামে আদর্শ এইর্শ বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার সময় রবি ঠাকুরের ভাই এই বিদ্যালয়য়ের নামে ১ একর ৯৪ শতক জমি দান করেন। তাই তার নাম অনুসারে এই বিদ্যালয়ের নাম করন করা হয় কামতা সত্যেন্দ্রনাথ (এস,এন) উচ্চ বিদ্যালয়।[৫]

কামতা এস,এন (সত্যেন্দ্রনাথ) উচ্চ বিদ্যালয়ে ২০০৪ সাল থেকে খোলা হয় ভোকেশনাল (কারিগরি) শাখা। প্রত্যন্ত এলাকার শত শত শিক্ষার্থীরা এই বিদ্যাপিঠ থেকে কারিগরি শিক্ষা গ্রহণ করছে।

বর্তমান কামতা এস,এন (সত্যেন্দ্রনাথ) উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেছে ৫৬০ জন শিক্ষার্থী। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্তর্য শিক্ষা প্রদান করা হয়। নিয়মিত বাংলা ভাষায় পাঠদান করা হয়। এছাড়া রয়েছে শিক্ষক-শিক্ষিকা সহ ২৫ জনের স্কুল পরিচালনা সদস্য।

উল্লেখযোগ্য শিক্ষার্থী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dainikshiksha (২০১৭-০৩-০৯)। "শিক্ষার আলো ছড়িয়ে আসছে শতবর্ষী কামতা এসএন উচ্চ বিদ্যালয় - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 
  2. "রাণীনগরের কামতা এস,এন উচ্চ বিদ্যালয়"www.valuka.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 
  3. "রাণীনগরে শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি"kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১০ 
  4. Dainikshiksha (২০১৭-০৩-০৯)। "শিক্ষার আলো ছড়িয়ে আসছে শতবর্ষী কামতা এসএন উচ্চ বিদ্যালয় - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১০ 
  5. "রাণীনগরের কামতা এস,এন উচ্চ বিদ্যালয়"www.valuka.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১০