কাবেরী ঝা
কাবেরী ঝা | |
---|---|
![]() ২০১১ সালে কাবেরী ঝা | |
জন্ম | |
পেশা |
|
কর্মজীবন | ২০০৫ – ২০১১; ২০২৩ – বর্তমান |
উচ্চতা | ১.৭২ মি (৫ ফু ৮ ইঞ্চি)[১] |
কাবেরী ঝা একজন ভারতীয় মডেল, চলচ্চিত্র অভিনেত্রী এবং বিমান পরিচারিকা। তিনি হিন্দি এবং তেলুগু ভাষার ছবিতে কাজ করেন।[২][৩]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]কাবেরী ঝা বিহারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একজন ভারতীয় সরকারি কর্মচারী হওয়ায়, বাবার কর্মস্থলের সুবাদে তাঁর পরিবারকে ঘন ঘন অন্যত্র স্থানান্তরিত হতে হত।[৪] ২০০৫ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তিনি মিস পার্সোনালিটি পুরস্কার জিতেছিলেন।[১][৪]
কর্মজীবন
[সম্পাদনা]মিস পার্সোনালিটি পুরস্কার জেতার পর, তিনি মডেলিং শুরু করেন এবং কয়েকটি মিউজিক ভিডিওতে উপস্থিত হন। তিনি সাজিদ খানের সাথে সুপার সেল নামে একটি টিভি অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন।[৪]
প্রিয়দর্শনের ভুল ভুলাইয়া (২০০৭) চলচ্চিত্রে তিনি একটি ছোট ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি হাইজ্যাক (২০০৮) ছবি দিয়ে হিন্দি চলচ্চিত্রে বড় ভূমিকায় আত্মপ্রকাশ করেন, পর্দায় তিনি শাইনি আহুজার স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।[১] এরপর তিনি কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন, কিন্তু পরবর্তীতে তেলুগু ছবিতেই তিনি চলে যান, এবং ২০০৮ সালে শ্রীকান্তের সাথে নাগরামের মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।[২][৪]
তিনি এয়ার ইন্ডিয়ার একজন বিমান পরিচারিকা হিসেবে কাজ করার পাশাপাশি নিজের অভিনয় জীবনেও কাজ চালিয়ে গেছেন।[১][৪]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৭ | ভুল ভুলাইয়া | গিরজা উপাধ্যায় চতুর্বেদী | হিন্দি | ক্রেডিটবিহীন |
২০০৮ | নাগরাম | তেলুগু | ||
হাইজ্যাক | পূজা ভি মদন | হিন্দি | ||
২০০৯ | না গার্লফ্রেণ্ড বাগা রিচ | শ্রাব্য | তেলুগু | |
সেলিম | ইংরেজি শিক্ষক | তেলুগু | ||
জেল | সাবিনা গনি | হিন্দি | ||
ওহা চিত্রম | কীর্তি | তেলুগু | ||
২০১০ | একটি ফ্ল্যাট | প্রীতি | হিন্দি | |
বাম বাম বোলে | বানী | হিন্দি | কাবেরী হিসেবে কৃতিত্ব | |
২০১১ | ভালো মোগুডু ভালো পেল্লাম | বীণা | তেলুগু | |
২০২৩ | আপ্পাথা | স্বরু | তামিল |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "Flying high"। Screen। ৫ সেপ্টেম্বর ২০০৮। ২০ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "Dark underbelly of a city: It's guns and gangsters taking centre stage in 'Nagaram'"। The Hindu। ২০০৮-০১-১১। ১৬ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
- ↑ "Savouring beginner's luck"। The Hindu। ১ আগস্ট ২০০৮। ৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ "Kaveri Jha interview"। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১১।