বিষয়বস্তুতে চলুন

কানি উপজাতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছবিতে কানি উপজাতি একজন পুরুষকে কৃষি সরঞ্জামসহ দেখা যাচ্ছে।

কানি হল ভারতের কেরালার পশ্চিমঘাট এলাকায় বসবাসকারী একটি উপজাতি। []

১৯৮০-এর দশকে বিজ্ঞানীরা জীবনী নামক একটি ভেষজ প্রতিকারের মূল উপাদান হিসেবে বনজ উদ্ভিদ আরোগ্যপচা (ট্রাইকোপাস জেইলানিকাস) ব্যবহার করেন। সূত্রটি শেষ পর্যন্ত আর্য বৈদ্য ফার্মেসি কর্তৃক এর বাণিজ্যিক উদ্যোগ হিসাবে বিকশিত হয়েছিল, উপজাতির কেরালা কানি ওয়েলফেয়ার ট্রাস্ট এর লাইসেন্স ফি এবং রয়্যালটি গ্রহণ করে। সদস্যদের এই উদ্ভিদ চাষে উৎসাহিত করা হয়েছে। []

সম্প্রতি আবিষ্কৃত একটি প্রজাতির গাছে বসবাসকারী কাঁকড়ার নামকরণ করা হয়েছে কানি মারানজান্দু এই উপজাতির নামে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Special report"Rediff। ১১ অক্টোবর ২০০২। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৫ 
  2. "New tree-living crab species found in Kerala"The Hindu। PTI। ৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০৫