কাতাদা ইবনুল নু’মান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাতাদা ইবনুল নু'মান (আরবি: قتادة بن النعمان) (c.581-c.644) ছিলেন মুসলিম নবী মুহাম্মদের অন্যতম সাহাবী এবং আনসার সদস্য।

জীবনী[সম্পাদনা]

তিনি আউস গোত্রের নাবিত বংশের জাফর শাখার আল-নুমান ইবনে জায়েদ এবং খাজরাজ গোত্রের নাজ্জার বংশের উনাইসা বিনতে কয়েসের ছেলে ছিলেন। তাঁর স্ত্রীরা হলেন: কাওয়াকিলের সহযোগীদের মধ্য থেকে হিন্দ বিনতে আউস; আল-খানসা 'বিনতে খুনায়দ, যিনি ঘাসান উপজাতির; এবং আইশা বিনতে জুরায়, যিনিও ছিলেন জাফর উপ-বংশের। হিন্দের উদরে তাঁর সন্তানরা হলেন আবদুল্লাহ এবং উম্মে আমর। আল-খানসা 'ও আয়েশা উভয়কেই তাঁর অন্যান্য দুই সন্তানের মা' আমর ও হাফসা 'বলে বিভিন্নভাবে বলা হয়।[১] :৩৫৪–৩৫৫

আল ওয়াকিদীর মতে কাতাদা আল-আকাবাতে আকাবার দ্বিতীয় শপথে উপস্থিত ছিলেন; তবে ইবনে ইসহাকের তালিকায় তাঁর নাম প্রকাশিত হয়নি।[১] :৩৫৫

কাতাদা মুহাম্মদের তীরন্দাজদের মধ্যে তালিকাভুক্ত।[১] :৩৫৫ তিনি বদর, [২] :৩৩০ উহুদ, :৩৮১ খন্দক সহ “আল্লাহর রাসূলের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।”:৩৫৫ উহুদের দিন যখন কাতাদা ইবনে-নুমান তীরের আঘাতে আহত হয়েছিল, তখন তার চোখ উপড়ে গিয়ে তার গালে ঝুলে পরেছিল। তার সঙ্গীরা এটিকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তবে তিনি প্রথমে মুহাম্মদের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বললেন, "না!" অতঃপর কাতাদাকে তাঁর কাছে আনার নির্দেশ দিলেন, তিনি নিজের হাতে চোখটি তার আবার জায়গামতো বসিয়ে দিলেন, এবং এর উপর তার নিজের কিছু থুথু ফেলে দিয়ে প্রার্থনা করলেন "হে আল্লাহ, আপনি তাকে সুস্থ করুন!" পরে এটি কাতাদার সেরা চোখে পরিণত হয়েছিল এবং যখন অন্য চোখ সংক্রমণে ভুগছিল, তখনও এটি সংক্রমিত হয়নি। সূত্র: মুস্তাদরাক। :৩৫৫ মক্কা বিজয়ের সময় কাতাদা জাফর বংশের ব্যানার বহন করেছিলেন। :৩৫৫

তিনি ২৩ হিজরিতে (৬৪৩-৬৫৪ খ্রি) ৬৫ বছর বয়সে (চন্দ্র) বছর বয়সে মারা যান এবং উমর তাঁর জানাজার নামাজ আদায় করেন।[১] :৩৫৫

বংশধর[সম্পাদনা]

তাঁর এক নাতি অসীম ইবনে উমর ইবনে কাতাদা (মারা গেছেন ১২০ বা ১২৯ হিজরী (৭৩৮ বা ৭৪৭), [৩] হাদীসের উল্লেখযোগ্য বর্ণনাকারী ছিলেন এবং ইতিহাসবিদ ইবনে ইসহাকের প্রধান উৎস ছিলেন। [৪] :xv আসিমের পরে কাতাদার আর কোনও পুরুষ-বংশধর ছিল না। [১] :৩৫৫

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir Volume 3. Translated by Aisha Bewley (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.
  2. Muhammad ibn Ishaq. Sirat Rasul Allah. Translated by Alfred Guillaume (1955). Oxford: Oxford University Press.
  3. Various Issues About Hadiths
  4. Guillaume, A. (1955). "Introduction." In Muhammad ibn Ishaq. Sirat Rasul Allah. Translated by Alfred Guillaume (1955). Oxford: Oxford University Press.