কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা
কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৬ |
প্রধান শিক্ষক | মাওলানা মোহাম্মদ করিমুল্লাহ |
শিক্ষার্থী সংখ্যা | ৯০০ |
কাঞ্চন নগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ফটিকছড়ি উপজেলার ৭নং কাঞ্চননগর ইউনিয়নে অবস্থিত। ১৯৭৪ সালে মাওলানা সুলতান আহমদ মুনীরী সল্প পরিসরে মাদ্রাসাটি চালু করে। বর্তমানে এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত এসএসসি সমমান দাখিল মাদ্রাসা।
ইতিহাস[সম্পাদনা]
ফটিকছড়ি উপজেলায় ইসলামী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে মাওলানা সুলতান আহমদ মুনীরী স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সাথে নিয়ে ১৯৭৪ সালে প্রাথমিক ভাবে এই মাদ্রাসার রূপরেখার সৃষ্টি করে। পরবর্তীতে ১৯৮৬ সালে শাহ রুস্তম ফকির, মাওলানা মুনিরুদ্দীন হালি শহরীর নামানুসারে মাদ্রাসাটির নামকরণ করা হয়। মাদ্রাসাটি ১৯৮৯ সালে একাডেমীক স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৫ সালে অত্র প্রতিষ্ঠানটি এম.পি.ও ভুক্ত হয়।
অবস্থান[সম্পাদনা]
কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠানটি ৭নং কাঞ্চননগর ইউনিয়নের এক মনোরম পরিবেশে অবস্থিত। ইহার সংলগ্ন জেলা বোর্ড এর বড় রাস্তা রয়েছে। পশ্চিম পাশ্বে রুস্তম ফকির (র:) কেন্দ্রীয় জামে মসজিদ,মসজিদ সংলগ্ন কাঞ্চননগর স্বাস্থ্য কমপ্লেক্স, উত্তর পশ্চিমে কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্য়ালয় ও পুর্ব দিকে কাঞ্চননগর শিশু কাননকে, জে স্কুল অবস্থিত এছাড়া ঐহার কিছু দক্ষিণ পাশ্বে আলহাজ্ব আব্দুল মনায়েম চৌধুরী জেনারেল হাসপাতাল বিদ্যামান। প্রতি বৎসর ছাত্র-ছাত্রীরা সুনামের সহিত পড়া লেখা করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছড়িয়ে পড়েছে।