বিষয়বস্তুতে চলুন

কাজী রফিকুল ইসলাম (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
কাজী রফিকুল ইসলাম
উপাচার্য
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৬ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীস্বদেশ চন্দ্র সামন্ত
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-12-31) ৩১ ডিসেম্বর ১৯৭৩ (বয়স ৫০)
বরিশাল সদর উপজেলা, বরিশাল জেলা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীসরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কাগওয়া বিশ্ববিদ্যালয়, জাপান
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

কাজী রফিকুল ইসলাম (জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৭৩) একজন বাংলাদেশী ফার্মাকোলজিস্ট। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

রফিকুল ইসলাম ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর বরিশাল জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী আবদুল খালেক ও মায়ের নাম কাজী রাবেয়া বেগম। তিনি বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি ও সরকারি ব্রজমোহন কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে ১৯৯৪ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে ২০০২ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন[][] এবং ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

প্রকাশনা

[সম্পাদনা]

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পবিপ্রবির উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক কাজী রফিকুল ইসলাম"জাগোনিউজ২৪.কম। ২৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম"সময়ের আলো। ২৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. রফিকুল"ঢাকা পোস্ট। ২৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "পবিপ্রবির নতুন ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম"সকালের সময়। ২৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "পবিপ্রবির ভিসি হলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম"নয়া দিগন্ত। ২৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪ 
  6. "পবিপ্রবির সকল অনিয়মের বিচার হবে : যোগদান শেষে নতুন ভিসি"সোনালীনিউজ.কম। ২৬ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪