কাজী মোহাম্মদ ইদ্রিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কাজী মুহাম্মদ ইদরিস থেকে পুনর্নির্দেশিত)
কাজী মোহাম্মদ ইদ্রিস
কাজী মোহাম্মদ ইদ্রিসের চিত্র
জন্ম(১৯০৬-১১-১১)১১ নভেম্বর ১৯০৬
মুন্সিপাড়া, রংপুর
মৃত্যু২২ মার্চ ১৯৭৫(1975-03-22) (বয়স ৬৮)
জাতীয়তাবাংলাদেশি
পেশাসাহিত্যিক এবং সাংবাদিক
দাম্পত্য সঙ্গীকাজী আজিজা ইদ্রিস
সন্তানকাজী মিসবাহুন নাহার
পিতা-মাতা
  • কামরুন নেসা বেগম খুকী (মা)
  • কাজী মোহাম্মদ সঈদ (বাবা)

কাজী মুহাম্মদ ইদ্রিস ( ১১ নভেম্বর ১৯০৬ – ২২ মার্চ ১৯৭৫) একজন সাংবাদিক এবং সাহিত্যিক ছিলেন। [১]

প্রাথমিক জীবনী[সম্পাদনা]

কাজী মোহাম্মদ ইদ্রিস ১১ নভেম্বর ১৯০৬ সালে রংপুরের মুন্সিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী সঈদ এবং মা কারুন নেসা বেগম খুকী। তার দশ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। তার স্ত্রীর নাম কাজী আজিজা ইদ্রিস এবং মেয়ে কাজী মিসবাহুন নাহার[২][৩]

শিক্ষা জীবন[সম্পাদনা]

তিনি তার শিক্ষা জীবন রংপুরের কৈলাস রঞ্জন বিদ্যালয়ে শুরু করেন। ১৯২২ সালে রংপুর জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৪ সালে কারমাইকেল কলেজে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক এবং ১৯২৭ সালে বি.এ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে কলকাতার রিপন কলেজে আইনশান্ত্র নিয়ে পড়াশোনা করেন,কিন্তু তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেননি। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কাজী মুহাম্মদ ইদরিস"বাংলাদেশ অন রেকর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১১ 
  2. কাজী মোহাম্মদ ইদ্রিস স্মারকগ্রন্থ  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. "ড. কাজী মিসবাহুন নাহারকে থিয়েটারের সংবর্ধনা, সঙ্গে 'দ্রৌপদী পরম্পরা'"Ruposhi Bangla। ২০১৯-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮