বিষয়বস্তুতে চলুন

কাজী জহিরুল কাইয়ুম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাজী জহিরুল কাইয়ুম বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন, যিনি পাকিস্তান জাতীয় পরিষদ, বাংলাদেশ গণপরিষদ সদস্য এবং কুমিল্লা-১৭ আসনের জাতীয় সংসদ সদস্য ছিলেন।[] তিনি বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের চাচা।

কাজী জহিরুল কাইয়ুম ১৪ ডিসেম্বর ১৯১৮ সালে কুমিল্লা জেলার চিওড়া কাজী পরিবারে জন্মগ্রহণ করেন।[] ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইনসভা নির্বাচনে তিনি ত্রিপুরা সদর দক্ষিণ-পূর্ব মুসলিম আসন থেকে নির্বাচিত হোন।[] ১৯৬৯ সালে তিনি চিওড়া সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন, যেটি চৌদ্দগ্রাম উপজেলায় অবস্থিত।[] ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে এনই–১৩৬ কুমিল্লা–৬ আসনে তিনি বিজয়ী হোন।[] ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ তার মাধ্যমে ভারতের কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলকে পশ্চিম পাকিস্তানে বন্দী নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানকে মুক্তিদানের বিনিময়ে একটি সমঝোতার বার্তা প্রেরণ করেছিলেন।[]

১৪ সেপ্টেম্বর ১৯৯১ সালে তিনি মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. চৌদ্দগ্রামে আ’লীগ, বিএনপি’র একাধিক প্রার্থী, একক প্রার্থী নিয়ে মাঠ গোচাচ্ছে জামায়াত
  2. চিওড়া কাজীবাড়ির অপর নাম ‘তারায় ভরা বাগান’
  3. "নির্ব্বাচন প্রার্থী সাতজন প্রাক্তন মন্ত্রীই পরাজিত"। দৈনিক আজাদ। ২২ মার্চ ১৯৫৪। পৃষ্ঠা ১। 
  4. চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজ শিক্ষেকর অধিকাংশ পদ খালি, পাঠদান ব্যাহত
  5. "East Pakistan Results"। দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ৯ ডিসেম্বর ১৯৭০। পৃষ্ঠা ১০। 
  6. Sobhan, Rehman (১২ নভেম্বর ২০১৫)। Untranquil Recollections: The Years of Fulfilment (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। আইএসবিএন 9789351503200। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭ 
  7. "কাজী জহিরুল কাইয়ুমের ইন্তেকাল"। দৈনিক ইত্তেফাক। ১৫ সেপ্টেম্বর ১৯৯১। পৃষ্ঠা ১।