কাও নৃপতি দাও
অবয়ব
কাও এর নৃপতি দাও (জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী) (চীনা: 曹悼公; ফিনিন: Cáo Dào Gōng ) চীনা বসন্ত ও শরতের সময়কালে (৭৭০ - ৪৭৫ খ্রিস্টপূর্বাব্দ) কাও রাজ্যের বাইশতম শাসক ছিলেন। [১]
জি উ (姬午) হিসাবে জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন কাও নৃপতি পিং এর পুত্র, যার কাছ থেকে তিনি ৫২৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে সিংহাসন পেয়েছিলেন। [২]
সং এর নৃপতি জিং ৫১৫ খ্রিস্টপূর্বাব্দে নৃপতি দাওকে বন্দী করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে বন্দী করে রাখেন।
এরপরে, কাও রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয় কারণ দাও-এর উত্তরসূরি, কাও এর নৃপতি শেং এবং কাও এর নৃপতি ইয়িন একের পর এক নিহত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rulers of Cáo at the Chinese Text Project
- ↑ Liu Jun Ling and Lin Ganhe, Timeline of Chinese Historical Families, Muduo Publishing, Taiwan, 1982. 林干合编,《中国历代各族纪年表》,1982年,台北,木铎出版社