বিষয়বস্তুতে চলুন

কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
মাহবুব উল আলম চৌধুরী দ্বারা রচিত
রচনাফেব্রুয়ারি ২১, ১৯৫২; ৭২ বছর আগে (February 21, 1952)
প্রথম প্রকাশকাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
উপজীব্যভাষা আন্দোলন
বিন্যাসদেশাত্মবোধ
প্রকাশককামালউদ্দিন খান
প্রকাশের তারিখ২২ ফেব্রুয়ারি ১৯৫২ (1952-02-22)
প্রকাশের মাধ্যমমুদ্রিত
পাতা১৭

কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী[]

রচনার ইতিহাস

[সম্পাদনা]

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের সময় মাহবুব উল আলম চট্রগ্রাম জেলা রাষ্ট্রভাষা-সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ২১শে ফেব্রুয়ারির ঠিক আগে আগেই তিনি আকস্মিকভাবে জলবসন্ত রোগে আক্রান্ত হন। ঢাকার ছাত্রহত্যার খবর পেয়ে সেই রাতেই রোগশয্যায় শুয়ে তিনি এই দীর্ঘ কবিতাটি রচনা করেন। রাতেই সেটি মুদ্রিত হয় এবং পরের দিন প্রচারিত হয়। এছাড়া সে দিনই চট্রগ্রামের প্রতিবাদ সভায় পঠিত হয়েছিল। কবিতাটি চৌধুরী হারুন অর রশিদ চট্টগ্রামের লালদিঘির ময়দানে ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারিতে প্রথম পাঠ করা হয়। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৮ 
  2. BanglaNews24.com। "'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৮