কাঁচা আমের চাটনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাঁচা আমের চাটনি
Unripe Mango Chutney - Kolkata 2011-02-23 1714.JPG
জিরা সহযোগে আমের চাটনি
ধরনচাটনি
প্রকারআচার
উৎপত্তিস্থলবাংলাদেশভারত
প্রধান উপকরণকাঁচা আম

কাঁচা আমের চাটনি হল আপরিপক্ব আম থেকে প্রস্তুতকৃত একপ্রকার উপমহাদেশীয় চাটনি যা সবুজ আমের চাটনি নামেও পরিচিত।[১][২][৩][৪]

উপকরণ[সম্পাদনা]

কাঁচা আমের চাটনি বা সবুজ আমের চাটনির প্রধান উপাদান হল কাঁচা আম, লবণ, জিরা গুঁড়া, কালো সরিষা, সরিষার তেল, হলুদ গুঁড়া, চিনি, কাজু বাদাম, মেথি এবং সরিষার বীজের মিশ্রণ।[৫][৬] অস্ট্রেলিয়াতে এর সঙ্গে কিশমিশ এবং আপেলও দেওয়া হয়।[৭]

প্রস্তত প্রণালি[সম্পাদনা]

  • প্রথমে আমের খোসা ছাড়িয়ে টুকরা করে নেওয়া হয়।
  • তারপর একটি পাত্রে তেল গরম করা হয়। সরিষা ও শুকনা মরিচ দিয়ে তেল ভালো করে ফুটানো হয়।
  • এরপর আগুনের তাপ কমিয়ে পাত্রে আমের টুকরাগুলো দিয়ে লবণ ও হলুদ দিয়ে কয়েক মিনিট নাড়া হয়।
  • তারপর পাত্রে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়।
  • ৫ মিনিট পর আম নরম হয়ে গেলে চিনি দিয়ে নেড়ে কাজু বাদাম এবং কিশমিশ কুচি মেশানো হয়। সঙ্গে পাতিলেবুর রস দেওয়া যেতে পারে।[৫] তবে বেশি টক থাকলে অতিরিক্ত চিনি দিতে হবে। ঘন হয়ে আসলে আগুন থেকে নামিয়ে নেওয়া হয়।[৬][৮]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Green Mango Chutney"। Yahoo lifestyle। ২০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "Recipe: Raw mango chutney"। Times Of India। 
  3. "Make your own: Mango Chutney"। Mother Nature Network। 
  4. "Spiced Mango Chutney With Chiles"New York Times 
  5. দাস, রূম্পা। "কাঁচা আমের চাটনি"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  6. "কাঁচা আমের চাটনি"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  7. "Mango chutney"। Special Broadcasting Service। 
  8. "Annette's custom green mango chutney"। Australian Broadcasting Corporation।