কসোভোতে ইসলাম
৯০–১০০% | |
৭০–৮০% | কাজাখস্তান |
৫০–৭০% | |
৩০–৫০% | উত্তর মেসেডোনিয়া |
১০–২০% | |
৫–১০% | |
৪–৫% | |
২–৪% | |
১–২% | |
< ১% |
দেশ অনুযায়ী ইসলাম |
---|
ইসলাম প্রবেশদ্বার |
কসোভোতে ইসলাম[ক] একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য রয়েছে যা কসোভো সহ সমগ্র বলকান অঞ্চলে উসমানীয় সাম্রাজ্যের বিজয়ের সময় হতে শুরু হয়েছে। ১৩৮৯ সালের কসোভোর যুদ্ধের আগে, সমগ্র বলকান অঞ্চলে রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টমত দ্বারা খ্রিস্টীয় মত প্রচারিত হয়। ১৩৮৯ সাল থেকে ১৯১২ সাল পর্যন্ত, কসোভো আনুষ্ঠানিকভাবে মুসলিম অটোমান সাম্রাজ্য দ্বারা শাসিত ছিল এবং এসময়ের ভিতর ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করেছে। এর পরও খ্রিস্টান এবং মুসলিম আলবেনিয়রা নিজেদের মধ্যে বিবাহ সম্পর্ক বজায় রাখতেন এবং এদের কেউ কেউ "লারামন" হিসেবে পরিচিত হতেন, যাদের ক্রিপ্টো-খ্রিস্টানও বলা হত।[২] দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর পর কসোভো দেশটি সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার অংশ হিসেবে শাসিত হয়েছে। ঐ সময় কসোভোর মানুষজন ব্যাপকভাবে ধর্মনিরপেক্ষতাবাদে দীক্ষিত হয়। কমিউনিস্ট শাসন অবসানের পর পুনরায় ধর্ম তার স্থান নেয়া শুরু করে।[৩] বর্তমানে কসোভোর 95.6% মানুষ ইসলাম ধর্মানুসারী যাদের অধিকাংশই জাতিগত আলবেনীয়।[৪] এছাড়াও স্লাভিক ভাষী মুসলিম, বসনিয়াক মুসলিম, গোরানি মুসলিম এবং তুর্কি মুসলিম রয়েছেন।
গ্যালারি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Religious Composition by Country, 2010-2050"। পিউ রিসার্চ সেন্টার। ১২ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭।
- ↑ https://books.google.com/books?id=EEBkON-ySQUC&pg=PA363
- ↑ https://www.rferl.org/a/kosovo-split-islamic-identity-secular-traditions/27906304.html
- ↑ https://www.cia.gov/the-world-factbook
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি