কলেজ অব এভিয়েশন টেকনোলজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলেজ অব এভিয়েশন টেকনোলজি
নীতিবাক্যKnowledge Experience Progress
ধরনবেসরকারি
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয় (কলেজ কোড: ৬৬২০),
এডেক্সসেল-যুক্তরাজ্য,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আইএএ, ইএএসএ
সভাপতিগ্রুপ ক্যাপ্টেন এম ইদ্রিস আলী, পিএসসি (অব.)
উপ-সভাপতিমিসেস জেসমিন মাহমুদ
পরিচালকসরকার এস
অবস্থান,
শিক্ষাঙ্গনউত্তরা
ওয়েবসাইটcatechedu.com
মানচিত্র

কলেজ অব এভিয়েশন টেকনোলজি বাংলাদেশের একটি প্রকৌশল প্রতিষ্ঠান যা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি পাইলট প্রশিক্ষণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত উচ্চতর একাডেমিক যোগ্যতা প্রদান করে। কলেজটি এডেক্সসেল, বিটিইবি এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুমোদিত শিক্ষা কেন্দ্র।

একাডেমিক প্রোগ্রাম[সম্পাদনা]

সিএটেক জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধীনে এভিয়েশন ম্যানেজমেন্টে ৪ বছরের অনার্স বিবিএ এবং অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স কোর্সে বিএসসি প্রদান করে।

আন্ডারগ্র্যাজুয়েট স্তর[সম্পাদনা]

কলেজ অব এভিয়েশন টেকনোলজি আন্ডারগ্র্যাজুয়েট স্তরে অফার করে:

  1. অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্সে বিএসসি (অনার্স)
  2. বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট # বি.ইঞ্জি. বৈমানিক প্রকৌশল।[১]

স্নাতক স্তর[সম্পাদনা]

কলেজ অব এভিয়েশন টেকনোলজি স্নাতক স্তরে অফার করে: কৌশলগত ব্যবস্থাপনা এবং নেতৃত্বের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, এভিয়েশন অপারেশন ডিপ্লোমা।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]