কলীয়াভোমরা সেতু

স্থানাঙ্ক: ২৬°৩৫′৫৫″ উত্তর ৯২°৫১′৩০″ পূর্ব / ২৬.৫৯৮৬° উত্তর ৯২.৮৫৮৩° পূর্ব / 26.5986; 92.8583
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলীয়াভোমরা সেতু
কলীয়াভোমোৰা সেতু
সন্ধ্যাকালে কলীয়াভোমরার দৃশ্য
স্থানাঙ্ক ২৬°৩৫′৫৫″ উত্তর ৯২°৫১′৩০″ পূর্ব / ২৬.৫৯৮৬° উত্তর ৯২.৮৫৮৩° পূর্ব / 26.5986; 92.8583
স্থানতেজপুর, আসাম, ভারত
দাপ্তরিক নামকলীয়াভোমরা সেতু
রক্ষণাবেক্ষকঅসম সরকার
বৈশিষ্ট্য
উপাদানpre-stressed concrete
মোট দৈর্ঘ্য৩০১৫ মিটার
ইতিহাস
নির্মাণ শুরু১৯৮১
নির্মাণ শেষ১৯৮৭
চালু১৯৮৭
অবস্থান
মানচিত্র

কলীয়াভোমরা সেতু (ইংরেজি:Kolia Bhomora Setu; অসমীয়া: কলীয়াভোমোৰা সেতু) আসামের তেজপুরনগাও শহর সংযোগকারী সেতু। এই সেতু ব্রহ্মপূত্র নদীর উত্তর ও দক্ষীনপারকে সংযুক্ত করেছে। কলীয়াভোমরা সেতু রেল পরিবহনের জন্য উপযুক্ত নহে। ১৯৭৮ সনে তৎকালীন প্রধান মন্ত্রী মোরারজী দেসাই এই সেতুর আধারশীলা স্থাপন করেছিলেন। ৩.৩ কিলোমিটার দৈর্ঘের কলীয়াভোমরা সেতু নির্মাণের জন্য মোট ব্যয় হয়েছিল ৮৮ কোটি ভারতীয় টাকা। ১৯৮৭ সনে প্রধান মন্ত্রী রাজীব গান্ধী এই সেতু উদ্ধোধন করছিলেন।

নামকরণ[সম্পাদনা]

১৭৯৫ সনে কাররুপের হরদত্ত ও বীরদত্ত নামের ভাতৃদ্বয় আহোম শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই যুদ্ধ আহোম সেনাপতি কলীয়াভোমরা বরফুকন দমন করেছিলেন। তিনি উত্তর পার থেকে দক্ষীনপার কামরুপ আসার জন্য শিলার খুটা ব্যবহার করে সংযোগী সেতু বানিয়েছিলেন। ফলে এই সেতুর নাম কলীয়াভোমরা রাখা হয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kaliabhomora Bridge", Akash Protim Barua website, retrieved 14 June 2007.