কলকাতা মেট্রো লাইন ৬
![]() কলকাতা মেট্রো লাইন ৬ কবি সুভাষ-বিমানবন্দর | |
---|---|
![]() কলকাতা মেট্রো লাইন ৬ | |
সংক্ষিপ্ত বিবরণ | |
অন্য নাম | নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো |
ধরন | দ্রুত গতির রেল |
অবস্থা | নির্মীয়মাণ |
অঞ্চল | কলকাতা, পশ্চিমবঙ্গ, ![]() |
বিরতিস্থল | কবি সুভভাষ (দক্ষিণ) বিমান বন্দর (উত্তর) |
সংযুক্ত লাইনসমূহ | লাইন ২ লাইন ৪ |
স্টেশনসমূহ | ২৪ |
লাইন নং | ৬ |
Color on map | কমলা |
ওয়েবসাইট | mtp.indianrailways.gov.in |
ক্রিয়াকলাপ | |
মালিক | কলকাতা মেট্রো রেল কর্পোরেশন |
পরিচালক | কলকাতা মেট্রো |
বৈশিষ্ট্য |
|
ঘাঁটি(গুলি) |
|
প্রযুক্তিগত | |
রেলপথের দৈর্ঘ্য | ২৯.১০ কিলোমিটার (১৮.০৮ মা) |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৬৬.০ ইঞ্চি) ব্রড গেজ |
বৈদ্যুতিকরণ | ৭৫০ ভি ডিসি তৃতীয় রেল ব্যবহার করে[১] |
চালন গতি | ৮০ কিলোমিটার (৫০ মা) |
কলকাতা মেট্রো লাইন ৬ বা নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো [২] হল কলকাতা মেট্রোর [৩] কলকাতা জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলার ২৪ টি স্টেশন নিয়ে গঠিত কলকাতা মেট্রো ব্যবস্থার দ্রুতগামী গণপরিবহন লাইন।[৪] এটি কলকাতা শহরের পূর্ব প্রান্ত অগ্রসর হওয়া প্রাথমিক এবং মেট্রো ব্যবস্থার দ্বিতীয় দীর্ঘতম লাইন। রেলপথটির প্রান্তিক স্টেশন কলকাতা বিমানবন্দর ও নিউ গড়িয়ায় অবস্থিত।
রেলপথটি নিউ গড়িয়া থেকে ই এম বাইপাস, বিশ্ব বাংলা সরণি ও ভিআইপি রোড হয়ে বিমানবন্দরে পৌঁছায়। এটি ৪ টি স্টেশনের মাধ্যমে কলকাতা মেট্রো ব্যবস্থার তিনটি রেলপথের সাথে সংযুক্ত রয়েছে। রেলপথটি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে লাইন ১, সেক্টর ফাইভ ও ভিআইপি স্টেশনে লাইন ২ এবং বিমানবন্দর স্টেশনে লাইন ৪ এর সাথে যুক্ত।
ইতিহাস[সম্পাদনা]
২০১০-২০১১ রেল বাজেটেই অন্য কয়েকটি প্রকল্পের সঙ্গেই এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যাত্রাপথ[সম্পাদনা]
কলকাতা মেট্রো লাইন ৬ বা লাইন ৬ এর দক্ষিণ প্রান্তিক স্টেশন নিউ গড়িয়ায় পরিচালনাগত কবি সুভাষ মেট্রো স্টেশনের সম্মুখভাগে অবস্থিত। রেলপথটি প্রান্তিক স্টেশন থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয় এবং নিউ গড়িয়া মেট্রো ডিপোর পশ্চিম পাশে জলাশয় বা ঝিলে প্রবেশ করে। রেলপথটি জলাশয়কে অতিক্রম করে ডান দিকে বাঁক নিয়ে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে উপস্থিত হয়। এর পরে শিয়ালদহ-ক্যানিং রেলপথকে অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন পর্যন্ত অগ্রসর হয়। এই অংশের মাঝে সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কাছে রয়েছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে রেলপথটি উত্তর দিকে অগ্রসর হয় এবং রুবি হাসপাতালের কাছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পৌঁছানোর আগে বামদিকে বাঁক নেয়। জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন এবং হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের মাঝের অংশে রেলপথটি পঞ্চান্নগ্রাম খাল অতিক্রম করে এবং খালের উত্তর পাশে কবি সুকান্ত স্টেশন অবস্থিত। রেলপথটি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন পর্যন্ত উত্তর-পশ্চিমমুখী হয়ে অগ্রসর হয়। রেলপথটি এই অংশে একটি খাল অতিক্রম করে। রেলপথটি ভিআইপি বাজার স্টেশন থেকে ডান দিকে বাঁক নিয়ে ধাপা রোড পর্যন্ত অগ্রসর হয়। এই অংশে পরমা আইল্যান্ডের কাছে বরুণ সেনগুপ্ত স্টেশন রয়েছে। ধাপা রোড অতিক্রম করে সড়কটি ডান দিকে বাঁক নিয়ে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত অগ্রসর হয়। বেলেঘাটা মেট্রো স্টেশনটি ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে পূর্ব পাশে অবস্থিত। এর পরে রেলপথটি একটি খাল ও ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসকে অতিক্রম করে। রেলপথটি ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের পশ্চিম পাশে সড়কটির সমান্তরালে অগ্রসর হয় ক্যাপ্টেন ভেড়ি পর্যন্ত। এর পর রেলপথটি ক্যাপ্টেন ভেড়িকে মাঝ বরাবর অতিক্রম করে চিংড়িঘাটা মোড়ে পৌঁছায়।
স্টেশন গুলি[সম্পাদনা]
লাইন ৬ | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ক্রমিক সংখ্যা | স্টেশনের নাম | ছবি | অবস্থান | পর্যায় | উদ্বোধন | দূরত্ব | সংযোগ | বিন্যাস | স্থানাঙ্ক | মন্তব্য |
১ | বিমানবন্দর | দমদম বিমানবন্দর | ৪ | ২৯.৯০ কিলোমিটার (১৮.৫৮ মা) | লাইন ৪![]() ![]() ![]() ![]() ![]() |
ভূ-গর্ভস্থ | নির্মীয়মাণ | |||
২ | হলদিরাম/ভি আই পি রোড | তেঘরিয়া | ২৬.৭০ কিলোমিটার (১৬.৫৯ মা) | ![]() ![]() ![]() |
উত্তলিত | |||||
৩ | রবীন্দ্র তীর্থ | রাজারহাট চিনার পার্ক | ২৫.১০ কিলোমিটার (১৫.৬০ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
৪ | তিতুমীর | নিউ টাউন | ২৪.২০ কিলোমিটার (১৫.০৪ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
৫ | সাব সিবিডি ২ | ২৩.৩০ কিলোমিটার (১৪.৪৮ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
৬ | কনভেনশন সেন্টার | ২২.১০ কিলোমিটার (১৩.৭৩ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
৭ | নিউ টাউন | ২০.৯০ কিলোমিটার (১২.৯৯ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
৮ | সিবিডি ২ | ১৮.৬০ কিলোমিটার (১১.৫৬ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
৯ | সিবিডি ১ | ১৮.৬০ কিলোমিটার (১১.৫৬ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
১০ | সাব সিবিডি ১ | ১৫.১০ কিলোমিটার (৯.৩৮ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
১১ | বিধাননগর | ১৬.২০ কিলোমিটার (১০.০৭ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
১২ | টেকনোপোলিস | বিধাননগর | ১৫.১০ কিলোমিটার (৯.৩৮ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
১৩ | সল্ট লেক সেক্টর ৫ | ৩ | ১৪.০২ কিলোমিটার (৮.৭১ মা) | লাইন ২ (নির্মানাধীন)![]() ![]() ![]() |
উত্তলিত | নির্মীয়মাণ | ||||
১৪ | নিক্কো পার্ক | ১২.৬০ কিলোমিটার (৭.৮৩ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
১৫ | গৌর কিশোর ঘোষ | ১১.২০ কিলোমিটার (৬.৯৬ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||||
১৬ | বেলেঘাটা | বেলেঘাটা | ৯.৫০ কিলোমিটার (৫.৯০ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
১৭ | বরুণ সেনগুপ্ত | সায়েন্স_সিটি | ২ | ৮.৬০ কিলোমিটার (৫.৩৪ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||
১৮ | ঋত্বিক ঘটক | উত্তর পঞ্চান্ন | ৭.৩০ কিলোমিটার (৪.৫৪ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
১৯ | ভিআইপি বাজার | ভিআইপি বাজার | ৬.৪০ কিলোমিটার (৩.৯৮ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
২০ | হেমন্ত মুখোপাধ্যায় | রুবি | ১ | ৫.১০ কিলোমিটার (৩.১৭ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | ||||
২১ | কবি সুকান্ত | কালিকাপুর | ৪.১০ কিলোমিটার (২.৫৫ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
২২ | জ্যোতিরিন্দ্র নন্দী | মুকুন্দপুর | ৩.০০ কিলোমিটার (১.৮৬ মা) | উত্তলিত | নির্মীয়মাণ | |||||
২৩ | সত্যজিৎ রায় | ![]() |
বাঘা জতিন | ১.৬০ কিলোমিটার (০.৯৯ মা) | ![]() ![]() |
উত্তলিত | নির্মীয়মাণ | |||
২৪ | কবি সুভাষ | নিউ গড়িয়া, দক্ষিণ কলকাতা | ৭ অক্টোবর ২০১০ | ০.০০ কিলোমিটার (০ মা) | লাইন ১ ![]() ![]() |
ভূমি | নির্মীয়মাণ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ [১]
- ↑ "রুট ভেঙে যাত্রা শুরুর পথে দুই মেট্রো"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৬-১২-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "কলকাতা মেট্রো মানচিত্র"। সংগ্রহের তারিখ ২১-১২-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "কলকাতা মেট্রো"। সংগ্রহের তারিখ ২২-১২-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)